Logo
Logo
×

খবর

স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু

ফেসবুকে পোস্ট করায় সরাইলের এসি ল্যান্ডকে দায়িত্ব থেকে অব্যাহতি!

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে এসি ল্যান্ড সরাইল নামে অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান। বুধবার সকালে পোস্টটি দেওয়ার পর তাকে দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ঘটনাটি তাৎক্ষণিক জানতে পেরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, তাকে ঘটনার জিজ্ঞাসাবাদ করায় তিনি জানিয়েছেন, এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। তিনি ওই পোস্ট করেননি। পোস্টটি দেখে তিনি মুছে দিয়েছেন।

পোস্টটি দেওয়ার পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে এসি ল্যান্ড সরাইল অন্নদা উচ্চবিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে তিনি উপস্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এরপর তিনি দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে সেটি মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট থেকে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়। সিরাজুম মুনিরা কায়ছানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, এসি ল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লেখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক বলেছেন তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্যে। আপাতত তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করার নির্দেশনা দিয়েছেন। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম