Logo
Logo
×

খবর

ছেলের ট্রাকচাপায় প্রাণ হারালেন মা

তাবলিগের দুই সদস্যসহ আট স্থানে নিহত আরও ৯

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে ছেলের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মা মমতাজ বেগম। মঙ্গলবার বিকালে উপজেলার রমনা ইউনিয়নের উত্তর রমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আট স্থানে সড়কে নিহত হয়েছেন আরও নয়জন। তাদের মধ্যে গাজীপুরে প্রবাসী, ঝিনাইদহে বাইসাইকেল আরোহী, টাঙ্গাইলে ট্রাকচালক, হবিগঞ্জে তাবলিগের দুই সদস্য, দিনাজপুর ও জামালপুরে দুই যুবক, কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এবং ফরিদপুরে বৃদ্ধা রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসী নেয়ামুলের মৃত্যু হয়েছে। এতে আরও চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার নোয়াপাড়া দালান বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নেয়ামুল জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকার আলমগীর শেখের ছেলে।

চিলমারী (কুড়িগ্রাম) : ছেলে মমিনুল বালুভর্তি ট্রাক নিয়ে বিকালে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তার মা মমতাজ ছাগল নিয়ে রাস্তা পার হতে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী বৃদ্ধ খোকন তরফদার নিহত হয়েছেন। বুধবার সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খোকন উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মৃত বাহার আলী তরফদারের বড় ছেলে।

মধুপুর (টাঙ্গাইল) : মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে চালক মিঠু সরকার প্রাণ হারিয়েছেন। বুধবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মিঠু রাজশাহীর মুক্তারপুরের চারাঘাটের জনৈক মৃত জমশের আলীর ছেলে।

বাহুবল (হবিগঞ্জ): বাহুবলে ট্রাকচাপায় তাবলিগের দুই সদস্য জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মারুফ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুরে এ দুর্ঘটনা ঘটে।

হাকিমপুর (দিনাজপুর) : নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী যুবক শুভ মূর্মূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই যুবক। মঙ্গলবার রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের ডারকামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুভ নবাবগঞ্জ উপজেলার বিনোদনগড় ইউনিয়নের পাহাড়পুর গ্রামের শিমন মূর্মেূর ছেলে।

ফরিদপুর : গঙ্গবদিতে রাস্তা পারের সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধা সালমা বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ (জামালপুর) : পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক রাশেদ আকন্দ নিহত হয়েছেন। বুধবার দেওয়ানগঞ্জ সীমান্তবর্তী এলাকা ডাংধরা পাথরের চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদীতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী মোজাম্মেল হোসেন সামিউলের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কটিয়াদী-চালাকচর সড়কে চরনোয়াকান্দী ব্রিজের পূর্ব পাশে দুর্ঘটনাটি ঘটে। সামিউল উপজেলার মসুয়া ইউনিয়নের কাজিরচর গ্রামের মাঈন উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম