রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ আজ শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসির) সংলাপ শুরু আজ। কোনো এজেন্ডা ছাড়াই এ সংলাপ হতে যাচ্ছে। প্রথমদিনে (আজ) দুই ধাপে ১২টি দলের সঙ্গে সংলাপ হবে। পর্যায়ক্রমে জাতীয় পার্টিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। তবে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে সংলাপে ডাকা হবে না। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বে থাকা ১৪ দলীয় জোটের শরিকদের সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এ দাবি জানায়। দলটির পক্ষ থেকে একটি আবেদন ইসিকে দেওয়া হয়েছে। পরে রাশেদ খান সাংবাদিকদের বলেন, ‘নিবন্ধনের দোহাই দিয়ে জাতীয় পার্টি ও ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা উচিত হবে না।’
গণঅধিকার পরিষদের চিঠিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের দোসর ১৪ দলীয় জোটসহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাদের নির্বাচন কমিশন কর্তৃক কোনো সংলাপে না ডাকার অনুরোধ করছি। জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে, শুধু সেই দলগুলোকে নিয়ে সংলাপ করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদের দোসররা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র-জনতার রক্তের সঙ্গে প্রতারণা। নির্বাচন কমিশন এমন পদক্ষেপ নিলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে। সেটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে।’ আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচন সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করে আসছে। এরই অংশ হিসাবে রাজনৈতিক দলের এ সংলাপ হতে যাচ্ছে। আজ সকালে সংলাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আর বিকালে ডাকা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমকে।
