Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

দুদকের মামলায় খালাস পেলেন বরকতউল্লা বুলু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় ঘোষণা দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। এজন্য বরকতউল্লা বুলু আদালতে হাজির হন। পরে যুক্তিতর্ক উপস্থাপনে তার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে বেকসুর খালাস প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম