Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা

পুলিশের ওপর শ্রমিকদের হামলা গাড়ি ভাঙচুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে মঙ্গলবার দুপুরে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করতে এসে বাধার মুখে পড়েছেন গার্মেন্টস শ্রমিকরা। এসময় তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। শ্রমিকদের নিবৃত্ত করতে পুলিশ টিয়ারশেল ও সাউণ্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরা পালটা ইট-পাটকেল ছুড়লে এক পুলিশ সদস্য আহত এবং পুলিশের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি যুগান্তরকে জানান, ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পূর্ব ঘোষিত শ্রম ভবন ঘেরাও কর্মসূচির অংশ হিসাবে অ্যাপারেলস প্লাস ইকো এবং টিএনজেড অ্যাপারেলসের শ্রমিক-কর্মচারীদের ব্যানারে শ্রমিকরা বিজয়নগর এলাকায় জড়ো হতে থাকেন। এরপর মিছিল নিয়ে তারা শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে পল্টন মোড়ে এলে পুলিশ বাধা দেয়। শ্রমিকরা পুলিশের বাধা ভেঙে শ্রম মন্ত্রণালয়ের দিকে এলে পুলিশ পুনরায় বাধা দিলে শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশ শ্রমিকদের চত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ যুগান্তরকে বলেন, শ্রমিকদের হামলায় পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তার নাম জানাতে পারেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম