কৃষ্ণসাগরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অবশেষে শান্তির সূর্য উঠছে রাশিয়া-ইউক্রেনের তিন বছরের যুদ্ধে। মঙ্গলবার সৌাদি আরবের রাজধানী রিয়াদে পৃথক দুই বৈঠকে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া-ইউক্রেন। কিয়েভের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে আগের ৩০ দিনের চুক্তি বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছেছে মস্কো। তবে চুক্তি স্বাক্ষরের আগে অবশ্যই রাশিয়ার কৃষি ব্যাংক এবং অন্যান্য খাদ্যপণ্যসহ ,আন্তর্জাতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞাগুলো সরিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। মস্কোর এই শর্তে রাজি হয়েছে ওয়াশিংটনও। মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতাতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। গার্ডিয়ান, বিবিসি।
মঙ্গলবার যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন একমত হয়েছে যে তারা কৃষ্ণসাগরে নিরাপদ নৌপরিবহণ নিশ্চিত করবে। আরও বলেছে, কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ব বাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধার, সামুদ্রিক বিমা খরচ হ্রাস এবং এই ধরনের লেনদেনের জন্য বন্দর এবং ‘সুইফট’ অর্থপ্রদান ব্যবস্থায় প্রবেশাধিকার বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’
কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও নিশ্চিত করেছেন, রাশিয়া ও তার দেশ কৃষ্ণসাগরে ‘সামুদ্রিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। তবে তিনি জানান, চুক্তিটি এখনো বিশদভাবে চূড়ান্ত হয়নি এবং এটি প্রাথমিক পদক্ষেপমাত্র। সোমবার রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে দীর্ঘ ১২ ঘণ্টার বৈঠক করেছে দুই দেশ। আলোচনা শেষে যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হয়েছিল কিয়েভ-ক্রেমলিন । তবে ইউক্রেনের অবস্থানের কারণে এটি সম্ভব হয়নি।