Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন সংবাদ

স্বজনদের উদ্যোগে বিজয়নগরে শিশুদের রং-তুলির উৎসব

Icon

এসএম কামরুল হাসান শান্ত

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রেণি পাঠদানের পাশাপাশি সৃজনশীল শিক্ষার ব্যতিক্রমী আয়োজনে রং তুলিতে শিশুদের আঁকা জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, ফুল-ফলের ছবিতে এক অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন আঙিনায়। শিক্ষার্থীরা মন খুলে নানা রঙিন পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে, দেশের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনাসহ বিভিন্ন ফুল-ফলের ছবি। যেখানে দেশাত্মবোধের অগ্রাধিকারের মাধ্যমে যেন শিশুদের রং তুলিতে ফুটে উঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার এমন ব্যতিক্রমী আয়োজনটি উপস্থিত অভিভাবক ও আগত অতিথিরা মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও যুগান্তর প্রতিনিধি এসএম কামরুল হাসান শান্ত-এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলমগীর হোসেন, মো. শাহজাহান, মো. শফিকুল ইসলাম, মো. হেবজু মিয়া ও মো. নজরুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, সহ-সভাপতি কামরুল আলম সোহেল, আজিজুল ইসলাম আসলাম, সাংবাদিক সানাউল হক, শিক্ষক ঐশি সরকার, সাথী আক্তার, বিথী সরকারসহ অর্ধশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও যুগান্তর প্রতিনিধি এসএম কামরুল হাসান শান্ত জানান, স্বজন সমাবেশ সবসময় সামাজিক, মানবিক ও দেশ গঠনে সহায়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এই অংশ হিসাবে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন-এর শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখা শিশুদের লেখাপড়ায় উৎসাহিত ও মনোযোগী করতে সৃজনশীল একটি চিত্রাঙ্কনের প্রতিযোগিতার আয়োজন করেছে। ওই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ শান্ত্বনা পুরস্কার হিসাবে সবার জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে। বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম