স্বজন মুক্তপদ্য
অপেক্ষা
সেলিম আল রাজ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অপেক্ষা
শুধু অপেক্ষা
দিন পেরিয়ে মাস
মাস পেরিয়ে বছর
বছর পেরিয়ে যুগ
শুধু দীর্ঘায়িত হয় ক্ষণ।
নদী পেরিয়ে সাগর
সাগর পেরিয়ে মহাসাগর
ঢিবি পেরিয়ে পাহাড়
পাহাড় পেরিয়ে পর্বত
গ্রাম পেরিয়ে শহর
শহর পেরিয়ে সাম্রাজ্য
আহা অপেক্ষা!
শুধু অপেক্ষা
অচিন পথের জন্য অপেক্ষা
অনুভবের জন্য অপেক্ষা
ইচ্ছে ডানা মেলার অপেক্ষা
উচ্ছ্বাসের জন্য অপেক্ষা
সবই অপেক্ষা।
গৌরপুর, ময়মনসিংহ
