নতুন কমিটি
ডামুড্যায় স্বজনদের নবযাত্রা
মোহাম্মদ নান্নু মৃধা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের শরীয়তপুরের ডামুড্যা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর, সত্যই সুন্দর-এ শুভবোধকে জাগ্রত করে যুগান্তরের দীপ্ত উচ্চারণ-উঠুক যত ঝড়, সাদাকে সাদা আর কালোকে কালো বলবে যুগান্তর।
যুগান্তর স্বজন সমাবেশের ২১ সদস্যবিশিষ্ট ডামুড্যা উপজেলা কমিটি গঠন করা হয় এমন স্লোগানকে ধারণ করে। এ উপলক্ষ্যে ৮ নভেম্বর শনিবার দুপুরে ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উপজেলার ২৯নং কেউরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হককে সভাপতি ও তরুণ উদ্যোক্তা হাফসি ইসলাম জিদানকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি মো. জালাল বাঘা, মাহাবুবুল হক খোকন ও ওয়াহিদুজ্জামান ডালিম, সহ সাধারণ সম্পাদক রাফিদ বেপারী ও এহসানুল হক ইফতি, সাংগঠনিক সম্পাদক মো. ছামির বেপারী, সাংস্কৃতিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জামিল রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক মো. জীবন বেপারী, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, দফতর সম্পাদক মো. তামিম, সাহিত্য সম্পাদক তাওহিদ বেপারী, সমাজকল্যাণ সম্পাদক তুহিন সিকদার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বাঁধন বাঘা, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন সিয়াম। কার্যকরী কমিটির সদস্যরা হলেন-মো. চুন্নু মৃধা, ইমন ফকির, শিশির কর্মকার, দ্বীন ইসলাম ও বাঁধন বেপারী। এ সময় স্বজন সমাবেশের উপদেষ্টা অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম শফিক, সাবেক প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, সরকারি পূর্ব মাদারীপুর (ডামুড্যা) কলেজের বাংলা প্রভাষক খালেকুজ্জামান, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ খান ও আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ও যুগান্তর ডামুড্যা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা উপস্থিত ছিলেন।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
