Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন আয়োজন

হেমন্তের সাহিত্য আড্ডায় স্বজনরা

নারায়ণগঞ্জ

Icon

জাহাঙ্গীর ডালিম

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কার্তিকের ঝকঝকে আকাশই বলে দেয় হেমন্ত দুয়ারে আজ। ঋতুর পালাবদলে প্রকৃতিতে হাজির হয়েছে হেমন্ত। নতুন করে নতুন সাজে ভালোবাসার আগে যেমন ভালোলাগা তেমনিই-শীতের আগে শীতের আবেশ ছড়ানোর বার্তা নিয়ে আসে হেমন্ত। হেমন্তের আগমনকে বরণ করে নিতে যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫ নভেম্বর বুধবার এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিমের সভাপতিত্বে বিকাল ৪টায় সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে এ সাহিত্য আড্ডা। আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে স্বজন কবিদের কবিতা পাঠের মাধ্যমে। কবিতা পাঠের পর কবিতা নিয়ে আলোচনা করেন মরগ্যান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নাজনীন আক্তার। তিনি স্বজন সমাবেশের সভাপতিসহ সবাইকে এমন একটি সাহিত্য আড্ডা আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সাহিত্য আড্ডা মানে ভলোলাগার এক অন্যরকম অনুভূতি। আর স্বজনদের উদ্যোগে হেমন্তের পড়ন্ত বিকালে হেমন্তের কবিতা ও ছড়া পাঠ শুনে আমি মুগ্ধ।’ সাহিত্য আড্ডায় হেমন্তের কবিতা পাঠ করেন লিজা আক্তার, সানজিদা মাহামুদা, শিরিন আক্তার, মোহাম্মদ আব্বাস, মোস্তফা কামাল সোহাগ, মো. ফয়সাল, সুমন, রাকিব ও মো. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের সহ-সভাপতি রাকিবুল রকি, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, সদস্য মেরুনা খানম, বাবুল হোসাইন, রামকৃষ্ণ চন্দ, এসএম জুবায়ের আহমেদ, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, আরিফ আহমেদ প্রমুখ। হ স সভাপতি, স্বজন সমাবেশ, নারায়ণগঞ্জ

টঙ্গী

অলিদুর রহমান অলি

শীতের আগমনী বার্তা নিয়ে আসে হেমন্ত। ফসলের মাঠে নতুন ধানের গন্ধ, হিমেল হাওয়ায় শিরশিরে শীতের পরশ, আর প্রকৃতির স্নিগ্ধতায় অপরূপ রূপ যেন মনকে করে তোলে উদাসী। এ মনোমুগ্ধকর ঋতুতেই যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখা এবং শুচি পাঠচক্র ও পাঠাগার আয়োজন করে হেমন্তের সাহিত্য আড্ডা। এ আড্ডায় গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, সংগীত আর ভাবের বিনিময়ে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। তরুণ লেখক-লেখিকারা নিজেদের সৃষ্টি শোনান, প্রবীণ সাহিত্যিকরা দেন প্রেরণা ও পরামর্শ। হেমন্ত সাহিত্য আড্ডা শুধু একটি অনুষ্ঠান নয়-এটি ভাবের এক উৎসব, মনের দ্বার উন্মোচনেরও উৎসব যেন। এখানে বন্ধুত্ব, সংস্কৃতি ও সাহিত্য মিলে যায় এক অনাবিল আনন্দে ও অনিন্দ্য বন্ধনে। যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে এবং শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা শাহজাহান শোভনের সঞ্চালনায় আলোচনা করেন, কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারুল হক, কবি ফুয়াদ সরকার, কবি আতিক শাহরিয়ার, আবৃত্তি শিল্পী শাহীন কাওসার, অভিনেতা রাফিজুল ইসলাম, আনিছুল রহমান লিপু, মোস্তাফিজুর রহমান স্বপন, মিজানুর রহমান মীর, মাসুদ আলম, এম এ মালেক প্রমুখ। আড্ডার শুরুতেই কবি ফুয়াদ সরকার বলেন, ‘চিন্তা, অনুভূতি আর নতুন প্রজন্মের অংশগ্রহণ এ আড্ডার বিশেষ দিক। স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজের লেখা কবিতা পাঠ করে সাহিত্যের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন এখানে। প্রবীণ সাহিত্যিকরা তাদের উৎসাহ দেন, লেখালেখিতে দৃঢ় থাকার পরামর্শ দেন।’ সভাপতি অলিদুর রহমান অলি বলেন, ‘একটি কবিতা যেমন অন্তরের দরজা খুলে দেয়, তেমনি একটি গল্প সমাজের আয়না হয়ে ওঠে। আজকের এ আড্ডা শুধু শব্দের মেলা নয়, এটি হৃদয়ের মেলবন্ধন। নতুন প্রজন্মকে সাহিত্যের আলোয় অনুপ্রাণিত করার এক সুন্দর প্রয়াস।’

সভাপতি, স্বজন সমাবেশ, টঙ্গী (গাজীপুর)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম