মাদকের বিরুদ্ধে প্রতিবাদে মুখর গৌরীপুরের স্বজনরা
মো. রইছ উদ্দিন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাদকসেবী-বিক্রেতা, গডফাদারদের যোগসূত্র রয়েছে। তারা নিজেদের ভয়াবহ পরিণতি জানে না, তবে প্রতিরোধে একাট্টা। তাদের প্রতিরোধ করতে ও মাদকের ভয়াবহ বিস্তার রুখতে হলে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর স্বজন সমাবেশের ২১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘মাদকবিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রিয়ব্রত নাগ। তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ ও যুবকদের বাঁচাতে সোচ্চার হতে হবে সবাইকে।’ আলোচনা সভার শুরুতেই ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বক্তব্য রাখেন গণ-অভ্যূত্থানে শহিদ জোবায়ের আহমেদের বাবা মাওলানা মো. আনোয়ার উদ্দিন, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, খলতবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুব উন্নয়ন অধিদপ্তরের মো. নবেল মিয়া, ইদ্রিস আলী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, ডৌহাখলার রুহুল আমিন শেখ, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, সতিষা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, মানব জমিনের গৌরীপুর প্রতিনিধি শামীম আলভী, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, এসটি বাংলাটিভির প্রতিনিধি আব্দুর রউফ দুদু, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বজনের সহসভাপতি ওয়াহিদুল ইসলাম, কামরুজ্জামান স্বপন, যুগ্ম সম্পাদক লুৎফা রূপা, মাহমুদা আক্তার রিপা, চায়না রানী সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
