মনোহর স্বজনদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কেড্স সুজ বিতরণ

মোঃ হারুন অর রশিদ
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মনোহরদী উপজেলা স্বজন সমাবেশে শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কেডস সুজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মনোহরদীর ঠেকেরকান্দা ডোয়াইগাও শুকুন্দী কাচিকাট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন যুগান্তর স্বজন সমাবেশ মনোহরদী শাখার সভাপতি গোলজার হোসেন গুলশান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: হারুনুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি। দৈনিক যুগান্তর মনোহরদী উপিজেলা প্রতিনিধি হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কামরুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম, মো: মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক সাহা, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ, সহ-অর্থ সম্পাদক জাহিদুল ইসপাম আয়াত, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম, সহ-সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আইভি রহমান, সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক ঈশিকা নওশাত রীতা, আইন ও মানবাধিকার সম্পাদক মু: জামাল উদ্দিন, সহ-পরিবেশবিষয়ক সম্পাদক মুক্তা বেগম,কার্যকরি সদস্য রেবা সুলতানা,হাবিবুল বাহার সুমন,মুহতাসিম লস্কর হৃদয়,আরিফুর রহমান সৈকত।