Logo
Logo
×

একুশের বিশেষ আয়োজন

তুমি তখনো...

Icon

কাদের পলাশ

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সবুজ বাত্তি অনুজ্জ্বল হবে

জেনে নিও

তখন খুব একা!

যতটা একা চন্দ্রাবতী।

ইচ্ছে করলেই রত্তি উষ্ণতা স্পর্শহীন বৃক্ষদেব

তোমার দীর্ঘশ্বাস নাগামহীন।

পরম শূন্যতায় খাঁ খাঁ বুক

রক্তাক্ত কারবালা ময়দান

আমি তৃষ্ণার্ত হুসাইন

অথচ তুমি তখনো অভিমানী

পৃথিবীর পরাজয় প্রত্যাশী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম