Logo
Logo
×

খেলা

তদন্ত কমিটিতে আরও দুই সদস্য

Icon

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারী ক্রিকেটে অসদাচরণের অভিযোগ তদন্তের জন্য গঠিত বিসিবির কমিটিতে যুক্ত হয়েছেন দেশের দুই বিশিষ্ট আইনবিদ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাঈমা হক এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। তদন্ত কমিটির সদস্য এখন পাঁচজন। প্রথমে তিন সদস্যের তদন্ত কমিটি করার পর টিআইবি আরও দুজন সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল।

কমিটির আহ্বায়ক সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম