নিজেকে এখন ‘সৌদি’ মনে হয় রোনাল্ডোর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০২২ সালের ডিসেম্বরে ম্যানইউ ছেড়ে তার সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনেকের চোখ কপালে উঠেছিল। সেদিন যারা তাকে পাগল ভেবেছিলেন, তিন বছর পর তাদের ভুল প্রমাণ করতে পেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখে চওড়া হাসি। ৪০ বছর বয়সি পর্তুগিজ মহাতারকার জাদুর ছোঁয়ায় বিশ্বের সেরা লিগগুলোর কাতারে উঠে এসেছে সৌদি প্রো লিগ। ফুটবলের পাশাপাশি সৌদি আরবের সংস্কৃতি ও পর্যটন খাতের বিকাশেও বড় ভূমিকা রাখছেন রোনাল্ডো। খেলতে এসে মধ্যপ্রাচ্যের দেশটির প্রেমে পড়ে যাওয়া পর্তুগিজ ফরোয়ার্ড এখন নিজেকে একজন সৌদি ভাবেন!
রিয়াদে গ্লোবাল ট্যুরিস্ট সামিটে নিজের ‘সৌদি’ হয়ে ওঠার গল্প শোনালেন রোনাল্ডো, ‘আমার এখানে আসার সিদ্ধান্তকে অনেকে পাগলামি ভেবেছিলেন। এখন সবাই বুঝতে পারছেন যে, আমিই ঠিক ছিলাম। আমার সিদ্ধান্তে অকুণ্ঠ সমর্থন ছিল পুরো পরিবারের। সৌদি আরবের মানুষ আমাদের আপন করে নিয়েছে। তাদের আচার-ব্যবহার অতুলনীয়। আমরা এখানে ভীষণ সুখে আছি। এখন নিজেকে আমার একজন সৌদি মনে হয়। এখানেই আমি বাকি জীবন থাকতে চাই। আমি সৌদি প্রকল্পের একজন গর্বিত অংশীদার।’
