টেস্টকে দুই টুকরো করার ‘তিন মোড়লের’ স্বপ্ন পূরণ হচ্ছে না
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুই স্তরের টেস্ট ক্রিকেট চালুর পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এসেছে আইসিসি। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও পাকিস্তানের মতো টেস্ট র্যাংকিংয়ে পিছিয়ে থাকা দেশগুলোর জন্য যা সুখবর। দুই স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হলে এই দেশগুলো দ্বিতীয় স্তরে থাকত এবং শীর্ষ স্তরের দেশগুলোর সঙ্গে ম্যাচ খেলার সুযোগ সীমিত হয়ে যেত। ক্রিকেটের অঘোষিত তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিজেদের মধ্যে আরও বেশি ম্যাচ খেলা ও আয় বাড়ানোর জন্য টেস্টকে দ্বিখণ্ডিত করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু অন্য দেশগুলোর আপত্তিতে দুই স্তরের ভাবনা বাতিল হতে চলেছে। উলটো টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্র (২০২৭-২০২৯) থেকে দেখা যেতে পারে ১২টি পূর্ণ সদস্য দেশের সবকটিকে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া আইসিসি ওয়ানডে সুপার লিগ আবার চালু হতে পারে ২০২৮ সাল থেকে।
গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির ত্রিমাসিক সভায় সুপারিশগুলো করেছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজের নেতৃত্বাধীন একটি ওয়ার্কিং গ্রুপ। আগামী ফেব্রুয়ারিতে পরবর্তী আইসিসি সভায় এগুলো অনুমোদন হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এখন টেস্ট খেলুড়ে দেশ ১২টি হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় নয় দল। আগামী চক্রে এই নয় দলের সঙ্গে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হিসাবে ওয়ানডে সুপার লিগ নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হলে ছেলেদের বিশ্বকাপে আপাতত দল বাড়ানোর পরিকল্পনা নেই আইসিসির। এছাড়া টি ২০ ক্রিকেটকে আনুষ্ঠানিক ক্রিকেটের স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
