Logo
Logo
×

খেলা

সিলেট টেস্ট

মাহমুদুলের মৌতাত ছড়ানো শতকে সুখময় একদিন

Icon

জ্যোতির্ময় মন্ডল, সিলেট থেকে

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের উইকেট ব্যতিক্রম। ব্যাটারদের স্বর্গরাজ্য। বুধবার প্রথম টেস্টের দ্বিতীয়দিন স্বপ্নময় কাটল স্বাগতিকদের। দিনের শুরুতে আইরিশদের ২৮৬ রানে অলআউট করে মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ারসেরা অপরাজিত ১৬৯ রানের ইনিংসে দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। সেঞ্চুরি মিস করেছেন সাদমান ইসলাম (৮০), অপরাজিত ৮০ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় অভিজ্ঞ মুমিনুল হক। মাত্র এক উইকেট হারিয়ে ৩৩৮ রান নিয়ে সুখময় দিন পার করেছে বাংলাদেশ। নয় উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে ৫২ রানের লিড নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সবার নজর কেড়েছে জয়ের স্ট্রোকপ্লে। বেশ কিছু মারকাটারি শট খেলেছেন তিনি। বোলারের মাথার ওপর দিয়ে কিংবা মিড উইকেটের ওপর দিয়ে তুলে মেরেছেন চারটি ছক্কা। ১৪টি চার ও চারটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। বাজে পারফরম্যান্সের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ফিরেছেন। সাদা পোশাকের ক্রিকেটে প্রত্যাবর্তনে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ডান-হাতি এই ব্যাটার। ২৮৩ বল খেলে ১৬৯ রানে অপরাজিত মাহমুদুল সেঞ্চুরির পর জীবন পান। ১৫৬ রানে আরও একবার বেঁচে যান তিনি। আগের সেরা ১৩৮ রান ছাড়িয়ে এবার প্রথম দ্বিশতকের পথে এগোচ্ছেন এই তরুণ ওপেনার। তার প্রথম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে, দেশের মাটিতে এটি প্রথম সেঞ্চুরি।

সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে ২৪৮ বলে ১৬৮ রানের জুটি গড়েন মাহমুদুল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে এটা চতুর্থ সর্বোচ্চ রান। দ্বিতীয় উইকেটে মুমিনুলকে নিয়ে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটিতে রয়েছেন মাহমুদুল।

ওপেনার সাদমান ইসলামও শুরুতে দারুণ ছন্দে ছিলেন। সাদমান ও মুমিনুল দুজনই বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে ভিন্ন কন্ডিশনে ব্যাট করার প্রস্তুতি নিয়েছেন। মুমিনুল মাত্র ১২৪ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৮০* রান করেছেন। আজ তিন অঙ্কে পৌঁছলে সেটা হবে তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। আইরিশদের পক্ষে একমাত্র উইকেট নেন ম্যাথু হ্যামফ্রে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড প্রথম ইনিংস ২৮৬

(পল স্টার্লিং ৬০, ক্যাড কারমাইকেল ৫৯, কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১

জর্ডান নিল ৩০, ব্যারি ম্যাকার্থি ৩১। হাসান মাহমুদ ২/৪২, তাইজুল ইসলাম ২/৭৮

হাসান মুরাদ ২/৪৭, মেহেদী হাসান মিরাজ ৩/৫০)।

বাংলাদেশ প্রথম ইনিংস ৩৩৮/১

(মাহমুদুল হাসান ১৬৯*, সাদমান ইসলাম ৮০, মুমিনুল হক ৮০*। ম্যাথু হামফ্রে ১/৭৮)।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি

৩১২ - ইমরুল কায়েস ও তামিম ইকবাল, প্রতিপক্ষ পাকিস্তান, খুলনা, ২০১৫

২২৪ - ইমরুল কায়েস ও তামিম ইকবাল, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, চট্টগ্রাম, ২০১৪

১৮৫ - ইমরুল কায়েস ও তামিম ইকবাল, প্রতিপক্ষ ইংল্যান্ড, লর্ডস, ২০১০

১৬৮ - মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম, প্রতিপক্ষ আয়ারল্যান্ড, সিলেট, ২০২৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম