আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের অনুরাগ অনেক আগে থেকে। ২০২২ বিশ্বকাপের সময় সেটা বেশ ভালোভাবেই জানতে পেরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেই থেকে নিজেদের সব সাফল্যে তারা সম্পৃক্ত করেন বাংলাদেশকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আরেকবার বাংলাদেশকে স্মরণ করলেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। অবিশ্বাস্য সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে এই চেলসি তারকা লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও সব বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’