ওপেনার আশিকুর রহমানের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে ৭০ ওভারে চার উইকেটে ২৩৩ রান করেছে বাংলাদেশ ইমার্জিং দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন আশিকুর ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৪৩ বলে ১২ রান করে রিজওয়ানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে আইচ মোল্লাকে নিয়ে আশিকুর গড়েন ৬৮ রানের জুটি। আইচ ২৪ রানে থেমে গেলেও প্রোটিয়া বোলারদের পাত্তা না দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন আশিকুর। আগ্রাসী ব্যাটিংয়ে ১৬ চার ও এক ছক্কায় ১০৪ রান করে তিনি রানআউট হন।
আশিকুরের পর আরিফুল ইসলামের দ্রুত বিদায়ে একটু বিপাকে পড়েছিল স্বাগতিকরা। সেখান থেকে আর কোনো বিপদ হতে দেননি অধিনায়ক শাহাদত হোসেন ও কিপার-ব্যাটার প্রীতম কুমার। প্রথমদিন শেষে শাহাদত ৪২ ও প্রীতম ৩১ রানে অপরাজিত।