Logo
Logo
×

খেলা

বাংলাদেশে আবার আসছেন ফিফা সভাপতি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে ফিফা সেন্টার অব এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অথবা উদ্বোধনের সময় বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এছাড়া বাফুফের ওপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর। এটি হবে বাংলাদেশে ইনফান্তিনোর দ্বিতীয় সফর। এর আগে তিনি একদিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছিলেন ২০১৯ সালের ১৭ অক্টোবর। জানা গেছে, প্যারাগুয়েতে বাফুফে সভাপতি কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। তুলে ধরেছেন লাল-সবুজ ফুটবলের সাম্প্রতিক পারফরম্যান্স। ফিফার অর্থায়নে কক্সবাজারে হচ্ছে সেন্টার অব এক্সিলেন্স। সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনে উপস্থিত থাকার নিশ্চয়তা নিয়েছেন ইনফান্তিনো।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মিডিয়াকে বলেন, ‘তিনটি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফার সঙ্গে। বিষয় তিনটি হলো বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, গঠনতন্ত্র এবং ফিফা সভাপতির বাংলাদেশ সফর।’ বাফুফে সভাপতি আরও বলেন, ‘মেম্বার অ্যাসোসিয়েশন হিসাবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পায় বাফুফে। ফিফা সভাপতির এই আশ্বাসে প্রোজেক্ট বেসিসে আরও বেশি বরাদ্দ পাওয়ার দ্বার উন্মোচন হলো বাফুফের।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম