ভারতের প্রো-কাবাডি লিগের নিলামে ১০ জন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারতের প্রো-কাবাডি লিগের ১২তম আসর বসবে আগামী আগস্টে। তার আগে ৩১ মে ও ১ জুন প্রো-কাবাডি লিগের নিলাম। বাংলাদেশের জন্য সুখবর, এবার সর্বোচ্চ ১০ জন খেলোয়াড় চাওয়া হয়েছে নিলামে। ১০ জন খেলোয়াড় চূড়ান্ত করে মঙ্গলবার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
১০ খেলোয়াড় হচ্ছেন-মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান। সূত্রে জানা গেছে, নিলামে তিনজন খেলোয়াড় প্রাধান্য পাবেন, যারা সাম্প্রতিক আসরগুলোতে খেলেছেন। এই তিনজন খেলোয়াড় হলেন-মিজান, লিটন ও আরিফ।
জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা
আশি দলের প্রায় সাত শতাধিক সাঁতারুর অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। তার কথায়, ‘এবারের আসরে নতুন রেকর্ডধারীদের পাঁচ হাজার, স্বর্ণজয়ীদের দুই হাজার, রুপাজয়ীদের এক হাজার এবং ব্রোঞ্জজয়ীদের পাঁচশ টাকা করে প্রাইজমানি দেওয়া হবে।’ এ সময় কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. আতিকুর রহমান এবং নৌবাহিনীর কমান্ডার আলীমুল ইসলাম উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী প্রতিযোগিতায় ১০৪টি ইভেন্টে অংশ নেবেন সাঁতারুরা।