Logo
Logo
×

খেলা

টি ২০ সিরিজ

বাংলাদেশের সব ম্যাচ লাহোরে

বিসিবির প্রস্তাব মেনে পাঁচ ম্যাচ নয়, তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে দুদল

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অবশেষে অনিশ্চয়তার অবসান হলো। নিশ্চিত হলো, বাংলাদেশ দলের পাকিস্তান সফর। বিসিবির প্রস্তাব মেনে পাঁচ ম্যাচ নয়, তিন ম্যাচের টি ২০ সিরিজ হবে। সব ম্যাচ লাহোরে। পাক-ভারত বিখ্যাত ওয়াঘা সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে লাহোর শহর। অথচ, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব ছিল সীমান্তবর্তী কোনো শহরে যেন বাংলাদেশের ম্যাচ রাখা না হয়। আগেরদিন ঢাকায় এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিরাপত্তার ইস্যুতে পাকিস্তানের সীমান্তবর্তী শহরে বাংলাদেশের ম্যাচ আয়োজন না করার জন্য বলেছিলেন।

দুবাইয়ে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির দীর্ঘ বৈঠকে সিরিজ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

এদিকে ভেন্যু নির্ধারণ করা হলেও তিন ম্যাচ সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে পাকিস্তান সফরে বাংলাদেশের পাঁচটি টি ২০ ম্যাচ খেলার কথা ছিল। প্রথম ম্যাচটি হতো ২৫ মে ফয়সালাবাদে। ওইদিন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। তাই সিরিজ পিছিয়ে গেছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা পবিত্র ঈদুল আজহার আগে সিরিজ শেষ করার পক্ষে। দেশে ফিরে তারা পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে চান। ম্যাচ তিনটি হতে পারে ২৭, ২৯ ও ৩১ মে। শারজায় আজ আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি ২০ খেলে বাংলাদেশ দল লাহোরের বিমান ধরবে।

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে পিএসএল স্থগিত হওয়ার পর বাংলাদেশ-পাকিস্তান টি ২০ সিরিজের ভাগ্যও অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে বরফ গলল। প্রশস্ত হলো লিটন দাসদের লাহোর-যাত্রার পথ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম