সংসদে অনাস্থা ভোটে টিকে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। বুধবার বিরোধী দলগুলোর চ্যালেঞ্জকে পরাজিত করেন তিনি। তার পক্ষে পড়ে ৩১৯ ভোট এবং বিপক্ষে যায় ১৬২টি ভোট। জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানান পেতংতার্ন। তিনি ফেসবুকে এক বার্তায় লিখেছেন, সবার সমর্থন আমাকে এবং মন্ত্রিসভাকে জনগণের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে। তার বাবা থাকসিন ছিলেন আধুনিক থাই ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত রাজনীতিবিদ। দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে ২০২৩ সালে দেশে ফিরে আসেন তিনি।