Logo
Logo
×

দশ দিগন্ত

কারাগার থেকে কারাগারে

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খালি গাঁ। কাপড় দিয়ে চোখ বাঁধা। হাত দুটোও বেঁধে দিয়ে নির্মমভাবে ট্রাকে বসিয়ে ফিলিস্তিনি বন্দিদের নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। এভাবেই বন্দিদের গাজা থেকে ধরে নিয়ে যাওয়া হয় ইসরাইলের কুখ্যাত কারাগারে। যেখানে চলে অসহনীয় নির্যাতন। কখনো মারধর করা হয়। কখনো আবার দেওয়া হয় বৈদ্যুতিক শক। অনেকের হাত অথবা পা কেটেও চলে বর্বরতা। খাবারও দেওয়া হয় না বন্দিদের। ইসরাইলের নেগেভ মরুভূমিতে অস্থায়ীভাবে ওফার ও আনাতোত ক্যাম্প তৈরি হয়েছিল বন্দিদের আটক রাখা এবং চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু পরে এটি একটি দীর্ঘমেয়াদি আটক কেন্দ্রে রূপান্তরিত হয়। যা গাজায় আটক ফিলিস্তিনিদের ওপর নৃশংসতার জন্য কুখ্যাত হয়ে উঠে। গাজার সার্জন খালেদ আলসের (৩২) ওফার ক্যাম্পে কয়েক মাস বন্দি ছিলেন। তিনি বলেছেন, সেখানে তাদের (ইসরাইলি সেনাদের) চোখের দিকে তাকালেই নির্মমভাবে মারধর করা হয়। এমনকি ওষুধ চাইলেও চলে নিপীড়ন -এপি

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম