Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

Icon

মো. ফোরকান আহমেদ, সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইবাদত

১। ‘ইবাদত’ শব্দের অর্থ কী?

(ক) প্রার্থনা (খ) আনুগত্য√

(গ) দান করা (ঘ) সিয়াম সাধনা

২। ইসলাম কয়টি রুকন-এর ওপর প্রতিষ্ঠিত?

(ক) তিনটি (খ) চারটি (গ) পাঁচটি√ (ঘ) সাতটি

৩। সালাতের নিষিদ্ধ সময় কয়টি?

(ক) তিনটি√ (খ) চারটি (গ) পাঁচটি (ঘ) সাতটি

৪। পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ?

(ক) পাঁচ রাকাত (খ) দশ রাকাত

(গ) পনেরো রাকাত (ঘ) সতের রাকাত√

৫। সালাতের আরকান কয়টি?

(ক) পাঁচটি (খ) সাতটি√

(গ) তেরোটি (ঘ) পনেরোটি

৬। কাবা শরিফ কোথায় অবস্থিত?

(ক) মক্কায়√ (খ) মদিনায়

(গ) জেরুজালেমে (ঘ) ফিলিস্তিনে

৭। দীন ইসলামের সেতু কী?

(ক) সালাত (খ) সাওম (গ) হজ (ঘ) জাকাত√

৮। হজের ফরজ কয়টি?

(ক) তিনটি√ (খ) চারটি (গ) পাঁচটি (ঘ) সাতটি

৯। আল্লাহর কাছে কুরবানির কী পৌঁছায়?

(ক) গোশত (খ) রক্ত

(গ) তাকওয়া√ (ঘ) চামড়া

১০। সব রাসূলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কী?

(ক) ইচ্ছাধীন (খ) ইমানের অঙ্গ√

(গ) সৌজন্য (ঘ) সুন্দর আচরণ

১১। তুমি যদি আল্লাহর অনুগত বান্দা হতে চাও, তাহলে তোমার করণীয় কী?

(ক) আল্লাহ যা যা করতে বলেছেন তা করা

(খ) আল্লাহ যা যা করতে নিষেধ করছেন তা না করা

(গ) ক ও খ দুটোই সঠিক√

(ঘ) সর্বদা জিকিরে মশগুল থাকা

১২। সবাই একসঙ্গে সালাত আদায় করার ফলে সমাজে গড়ে উঠবে-

(ক) শত্রুতা (খ) একতা√ (গ) অনৈক্য (ঘ) শৃঙ্খলা

১৩। সালাত আদায় করা ফরজ। তুমি সালাত আদায়ের সময় কীভাবে আদায় করবে?

(ক) আব্বা-আম্মা যেভাবে আদায় করেন

(খ) মসজিদের ইমাম সাহেব যেভাবে আদায় করেন

(গ) রাষ্ট্রপতি যেভাবে আদায় করেন

(ঘ) মহানবি (সা.) যেভাবে আদায় করেছেন√

১৪। রহিমা নামাজের নিয়ত করে হাত কোথায় বাঁধবে?

(ক) নাভির নিচে (খ) নাভির ওপর

(গ) বুকের ওপর√ (ঘ) বুকের নিচে

১৫। তোমার বন্ধুর পায়ে প্রচণ্ড ব্যথা এবং দাঁড়াতে পারছে না। যখন নামাজ আদায় করবে তখন সে কী করবে?

(ক) নামাজ পড়বে না

(খ) দাঁড়ানোর অংশটি উপেক্ষা করবে

(গ) বসেই রুকু করবে√

(ঘ) পা ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করবে

১৬। কোনো অন্ধ লোককে রাস্তা পার করে দেওয়া কী?

(ক) ইবাদত√ (খ) নৈতিক দায়িত্ব

(গ) সামাজিক দায়িত্ব (ঘ) রাষ্ট্রীয় গুণ

১৭। দীনের ইমারত কায়েম রাখতে হলে তোমার করণীয় কী?

(ক) জেহাদ করা (খ) জাকাত দেওয়া

(গ) রোজা রাখা (ঘ) নামাজ পড়া√

১৮। আসলাম সালাত আদায় করতে গিয়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ছে। সে সালাতের কী আদায় করেছে?

(ক) সুন্নত (খ) ওয়াজিব (গ) ফরজ√ (ঘ) মুস্তাহাব

১৯। কোন ইবাদতকে ইসলামে ধনী-গরিবের মধ্যে সেতুবন্ধের সঙ্গে তুলনা করা হয়েছে?

(ক) সালাত (খ) সাওম (গ) জাকাত√ (ঘ) ফিতরা

২০। সুবিদপুর একটি স্বনির্ভর গ্রাম। এ গ্রামে ধনী-দরিদ্রের ব্যবধান নেই বললেই চলে। এটি সম্ভব হয়েছে কীভাবে?

(ক) জাকাত আদায়ের মাধ্যমে√

(খ) সালাত আদায়ের মাধ্যমে

(গ) সাওম পালনের মাধ্যমে

(ঘ) সফর করার মাধ্যমে

২১। আব্দুল্লাহ জামাতের সঙ্গে সালাত আদায় করেন। আল্লাহ তাকে কোন পুরস্কারটি দিবেন?

(ক) বিনা হিসাবে জান্নাত√ (খ) ঐশ্বর্য ও প্রতিপত্তি

(গ) সামাজিক নেতৃত্ব (ঘ) অফুরন্ত রহমত

২২। ‘জাকাত (ইসলামে) ধনী-গরিবের মধ্যে সেতুবন্ধস্বরূপ’ হাদিসটিতে তুলে ধরা হয়েছে-

(ক) জাকাতের ধর্মীয় গুরুত্ব

(খ) জাকাতের সামাজিক গুরুত্ব√

(গ) জাকাতের ভূমিকা

(ঘ) জাকাতের সংজ্ঞা

২৩। আমরা ঈদুল আজহার সময় পশু কুরবানি করি-

(ক) ঈদের সময় ভালো খাবারের জন্য

(খ) আমাদের পরিবারের সঙ্গে মাংস ভাগ করার জন্য

(গ) মক্কায় হজ পালনের জন্য

(ঘ) ইবরাহিম (আ.)-এর আনুগত্য স্মরণ করার জন্য√

২৪। সাওম পালন করলে অনেক সুফল পাওয়া যায়। তন্মধ্যে প্রধানতমটি হচ্ছে- এর মাধ্যমে মানুষ-

(ক) মুত্তাকি হয়√ (খ) মুসল্লি হয়

(গ) মুজাহিদ হয় (ঘ) মুরিদ হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম