প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক, কে এইচ আইডিয়াল স্কুল, দক্ষিণ মুগদা, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুক্তিযুদ্ধ
প্রশ্ন : স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তেলিত হয়েছিল ১৯৭১ সালের কোন তারিখে?
উত্তর : ২ মার্চ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়)।
প্রশ্ন : ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে বর্বর পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে যে সশস্ত্র আক্রমণ চালায় তার নাম দিয়েছিল-
উত্তর : অপারেশন সার্চলাইট।
প্রশ্ন : Who is first martyr in our liberation war?
উত্তর : Sangku Samajhder।
প্রশ্ন : ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে?
উত্তর : জেনারেল রাও ফরমান আলী।
প্রশ্ন : ১৯৭১ সালে ২৫ মার্চ কোন বার ছিল?
উত্তর : বৃহস্পতিবার।
প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল-
উত্তর : জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা।
প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কোথায়?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল?
উত্তর : ৩টি, যথা- জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স।
প্রশ্ন : স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
উত্তর : লে. কর্নেল (অব.) আব্দুর রব।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ছিলেন কে?
উত্তর : এ. কে. খন্দকার।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
উত্তর : ১০নং সেক্টর।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর : ১১টি।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর : দুই নম্বর সেক্টর।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী?
উত্তর : ১০নং।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল?
উত্তর : ৬৪টি।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কী ছিল?
উত্তর : ক্র্যাক প্লাটুন।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন’ কোন শহরের সক্রিয় ছিল?
উত্তর : ঢাকা।
প্রশ্ন : শহীদ মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
উত্তর : ক্র্যাক প্লাটুন।
প্রশ্ন : অপারেশন জ্যাকপট কী?
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান।
প্রশ্ন : তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে?
উত্তর : ১১ নম্বর
প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে-
উত্তর : ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
প্রশ্ন : মুক্তিবাহিনীর ‘ওয়ার স্ট্র্যাটেজি’ কী নামে পরিচিত?
উত্তর : তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ১০ নম্বর সেক্টরের অধীনের দেশের কোন অঞ্চল ছিল?
উত্তর : সমগ্র নৌপথ।
প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌ-কমান্ডারের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেওয়া হতো কীভাবে?
উত্তর : স্বাধীন বাংলা বেতারের গানে।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?
উত্তর : চীন ও যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃ বিশ্বে প্রচার করেন, কোন সাংবাদিক?
উত্তর : সাইমন ড্রিং।
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।
প্রশ্ন : কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?
উত্তর : জর্জ হ্যারিসন।
প্রশ্ন : Concert for Bangladesh কে আয়োজন করেন?
উত্তর : পণ্ডিত রবি শংকর ও জর্জ হ্যারিসন।
প্রশ্ন : ১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ছিলেন?
উত্তর : বিটলস।
প্রশ্ন : জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : কী হিসাবে রবি শংকরের খ্যাতি ছিল?
উত্তর : একজন বিখ্যাত সেতারবাদক।
