Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

হিসাববিজ্ঞান

Icon

এইচ. এম. মতিউর রহমান, সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী।

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাবেদা

১. লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ হয়- জাবেদায়।

২. লেনদেন প্রথমে লিপিবদ্ধ হয়- জাবেদায়।

৩. লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে- জাবেদা।

৪. জাবেদায় লেনদেন লেখা হয়- তারিখের ক্রমানুসারে ও ব্যাখ্যাসহ।

৫. হিসাবের পাকা বেই বলা হয়- খতিয়ানকে।

৬. জাবেদাকে সহায়ক বই বলা হয়- খতিয়ানের।

৭. হিসাবের প্রাথমিক বই বলা হয়- জাবেদাকে।

৮. জাবেদা বই সংরক্ষণ করা- বাধ্যতামূলক নয়।

৯. হিসাব রাখার সুবিধার্থে প্রয়োজন- জাবেদা সংরক্ষণ।

১০. জাবেদায় লিপিবদ্ধ হলে- লেনদেন বাদ পড়ার সম্ভাবনা কম।

১১. হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে সহায়ক- জাবেদা।

১২. লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায়- জাবেদার মাধ্যমে।

১৩. জাবেদা থেকে নিশ্চিত হওয়া যায়- দ্বৈত সত্তার প্রয়োগ থেকে।

১৪. হিসাবের ভুলভ্রান্তি হ্রাস করে- জাবেদা।

১৫. লেনদেনের দলিল হিসাবে কাজ করে- জাবেদা।

১৬. জাবেদার কলাম সংখ্যা- ৫টি।

১৭. লেনদেন সংঘটিত হওয়ার ধারাবাহিকতা থাকে- জাবেদায়।

১৮. লেনদেনের প্রকৃতি অনুযায়ী জাবেদা প্রধানত- ২ প্রকার।

১৯. বিশেষ জাবেদা- ৬ প্রকার।

২০. প্রকৃত জাবেদা- ৫ প্রকার।

২১. ব্যবসায়ের প্রায় সব লেনদেনই লেখা হয়- বিশেষ জাবেদায়।

২২. ক্রয় জাবেদায় লেখা হয়- বাকিতে বা ধারে ক্রয়।

২৩. যাবতীয় বাকিতে পণ্য বিক্রয় লেখা হয়- বিক্রয় জাবেদায়।

২৪. ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে লেখা হয়- ক্রয় ফেরত জাবেদায়।

২৫. ক্রয় ফেরত জাবেদা লেখা হয়- ডেবিট নোটের সাহায্যে।

২৬. বিক্রয়কৃত পণ্য ফেরত এলে লিপিবদ্ধ করা হয়- বিক্রয় ফেরত জাবেদায়।

২৭. বিক্রয় ফেরত জাবেদা লেখা হয়- ক্রেডিট নোটের সাহায্যে।

২৮. যাবতীয় নগদ প্রাপ্তি অন্তর্ভুক্ত হয়- নগদ প্রাপ্তি জাবেদায়।

২৯. যাবতীয় নগদ প্রদান অন্তর্ভুক্ত হয়- নগদ প্রদান জাবেদায়।

৩০. নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত- চেক প্রাপ্তি ও চেক প্রদান।

৩১. প্রতিটি লেনদেনে বিদ্যমান- ডেবিট ও ক্রেডিট পক্ষ।

৩২. কোনো হিসাব রাখা হয় না- পণ্য, মাল, চেক প্রভৃতি নামে।

৩৩. পণ্য ফেরত সংশ্লিষ্ট লেনদেনগুলো গণ্য হবে- বাকিতে হয়েছিল বলে।

৩৪. ক্রয় ও বিক্রয় শব্দগুলো ব্যবহার করা যাবে না- সম্পদ ক্রয়-বিক্রয়ে।

৩৫. উত্তোলন বলতে বোঝায়- মালিকের ব্যক্তিগত উত্তোলনকে।

৩৬. মালিক থেকে গ্রহণকৃত সুবিধার জন্য ক্রেডিট হবে - মূলধন হিসাব।

৩৭. অপ্রত্যাশিত ব্যবসায়িক ক্ষতি হলে ডেবিট হবে- বিবিধ ক্ষতি হিসাব।

৩৮. স্থায়ী সম্পদের মূল্য কোনো কারণে হ্রাস পেলে তা - অবচয়।

৩৯. যে কোনো উৎস থেকে চেক প্রাপ্তি লিপিবদ্ধ হয়- ব্যাংক হিসাবে।

৪০. প্রদত্ত বাট্টা প্রভাবিত করে- দেনাদার হিসাবকে।

৪১. সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা- একই অর্থবোধক।

৪২. ভুল সংশোধনের জন্য প্রদান করা হয়- সংশোধনী জাবেদা।

৪৩. আর্থিক ফলাফল নিরুপণের জন্য প্রস্তুত করা হয়- আর্থিক অবস্থার বিবরণী।

৪৪. সমন্বয় দাখিলা দিতে হয়- আর্থিক বিবরণী

তৈরির পূর্বে।

পদার্থবিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

আলোর প্রতিফলন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮৯। আপতন কোণ 30° হলে প্রতিফলন কোণ কত হবে?

- 30°

৯০। কাগজে আলোর কোন ধরনের প্রতিফলন হয়?

- ব্যাপ্ত।

৯১। সমতল দর্পণের কোথায় বিম্ব গঠিত হয়?

- দর্পণের পিছনে।

৯২। সমতল দর্পণে কিরূপ প্রতিবিম্ব গঠিত হয়?- অবাস্তব।

৯৩। বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যরে অনুপাতকে কি বলে?- রৈখিক বিবর্ধন।

৯৪। লক্ষ্যবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে?- অসদ ও সোজা।

৯৮। সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি দর্পণের মধ্যবর্তী কোণ কত?- 180°

৯৯। দাড়ি কাটার জন্য কোন দর্পণ সুবিধাজনক?

- আপতন দর্পণ।

১০০। গাড়ি পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ রাখতে হয়?- তিনটি।

১০১। নভো দূরবীক্ষণ যন্ত্রে কোনো ধরনের দর্পণ ব্যবহৃত হয়?- অবতল দর্পণ।

১০২। রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষবস্তুর তুলনায় কেমন হবে?- খর্বিত হবে।

১০৩। রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব কোন প্রক্রিয়ায় আমাদের মস্তিষ্কে বস্তুটির অনুরূপ অনুভূতি সৃষ্টি করে?

- জটিল প্রক্রিয়ায়।

১০৪। যে পৃষ্ঠ হতে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে কী বলে?- প্রতিফলক পৃষ্ঠ।

১০৫। গোলকের কেটে নেওয়া অংশের কোন পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়?- উত্তল পৃষ্ঠে।

১০৬। গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কী বলা হয়?- বক্রতার ব্যাসার্ধ।

১০৭। গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সে গোলকের কেন্দ্রকে কী বলা হয়?- বক্রতার কেন্দ্র।

১০৮। গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে কী বলা হয়?- প্রধান অক্ষ।

১০৯। সিনেমার পর্দায় ফেলা কোনো দৃশ্য কী ধরনের প্রতিবিম্ব গঠন করে?- বাস্তব ও সোজা।

১১০। সমতল দর্পণে লক্ষবস্তুকে কী হিসাবে গণ্য করা হয়?

- অসংখ্য বিন্দুর সমষ্টি।

১১১। গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি কিসের ওপর নির্ভর করে?- লক্ষবস্তুর অবস্থান।

১১২। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়?- মেরু ও প্রধান ফোকাসের মধ্যে।

১১৩। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে অবস্থিত লক্ষবস্তুর বিম্বের প্রকৃতি কিরূপ হবে?

- বাস্তব ও উল্টো।

১১৪। অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর একটি লক্ষবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত হলে, বিম্বের অবস্থান কোথায় হবে?

- অবতল দর্পণের প্রধান অক্ষের ওপর বক্রতার কেন্দ্রে।

১১৫। উত্তল দর্পণে সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

- অবাস্তব, সোজা, খর্বিত।

১১৬। রাস্তার বাতিতে প্রতিফলকরূপে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়?- উত্তল দর্পণ।

১১৭। ডাক্তাররা নাক, কান, গলা পর্যবেক্ষণের জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?- অবতল দর্পণ।

১১৮। টর্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

- অবতল দর্পণ।

১১৯। গোলীয় দর্পণ কাকে বলে?

- কোনো ফাঁপা গোলকের পৃষ্ঠের অংশবিশেষ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে গোলীয় দর্পণ বলে।

১২০। সেলুনে ব্যবহৃত আয়না কোন ধরনের দর্পণ?

- সেলুনে ব্যবহৃত আয়না হচ্ছে সমতল দর্পণ।

১২১। বিবর্ধন কাকে বলে?- প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষবস্তুর দৈর্ঘ্যরে অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে।

১২২। ডুবো জাহাজে উন্নত পেরিস্কোপ তৈরিতে কি ব্যবহৃত হয়?- ডুবো জাহাজে উন্নত পেরিস্কোপ তৈরিতে প্রিজম ব্যবহৃত হয়।

১২৩। পার্শ্ব পরিবর্তন কাকে বলে?- সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর সমগ্র প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশের দিকে উল্টে যাওয়ার ঘটনাই পার্শ্ব পরিবর্তন।

১২৪। প্রতিফলক পৃষ্ঠের উঁচু বিন্দুকে কী বলে?

- উত্তল দর্পণের মেরু।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম