একদিন এক লোক দেখলেন একদল হাতিকে আলাদা আলাদা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটি অবাক হলেন- এত শক্তিশালী একটি প্রাণী কি এই দড়ি ছিঁড়ে যেতে পারে না! কিন্তু তারা সে চেষ্টাই করছে না। লোকটি কৌতূহল দমাতে পারলেন না। তিনি হাতির মাহুতকে জিজ্ঞেস করলেন- ‘এই হাতিগুলো তো চেষ্টা করলেই এই দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে, তারা তা করছে না কেন? মাহুত জানালেন, ‘যখন তারা ছোট ছিল, তখনও তাদেরকে এ একই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তখন তাদের আটকানোর জন্য এই দড়িই যথেষ্ট ছিল। তাদের মধ্যে এখনো ওই বিশ্বাস আছে যে, তারা এই দড়ি ছিঁড়ে যেতে পারবে না। তাই তারা মুক্ত হতে চেষ্টাও করে না। লোকটি বাজারে যেতে যেতে ভাবলেন, আমরাও হয়তো ব্যর্থ হলে ভাবি- আর পারব না। ব্যর্থতা শেখারই একটা অংশ। আমাদের জীবনযুদ্ধে হাল ছেড়ে দেওয়া কখনোই উচিত নয়।