শহরের অভ্যন্তরে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো অটোচালিত রিকশা। ময়মনসিংহ শহরের অভ্যন্তরে বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান মাধ্যম হিসাবে অটোরিকশাকেই বেছে নেন নগরের কর্মজীবী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। তবে প্রায়ই বিড়ম্বনা পোহাতে হয় যানজটের কারণে। জেলা স্কুল মোড়, নতুন বাজার মোড়, গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়, চরপাড়া মোড়, পাটগোদাম ব্রিজ মোড়, বাইপাস ইত্যাদি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সবচেয়ে বেশি দেখা যায়। বিশেষ করে সকাল ১০টার পর থেকে সন্ধ্যা-রাত অবধি মোড়ে মোড়ে ৩০ থেকে ৪০ মিনিট সময় ব্যয় হয় যানজটের কারণে।
যানজট নিরসনে সিটি করপোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও সুফল মিলছে না। অতিরিক্ত অটোরিকশা ও রাস্তা তুলনামূলক সরু হওয়ায় হিমশিম খাচ্ছে ট্রাফিক কর্মী; কিন্তু যানজট কমছে না। এতে জনদুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এছাড়া পাবলিক পরীক্ষা ও চাকরি পরীক্ষাকে কেন্দ্র করে এ যানজট আরও বেড়ে যায়। যেসব শিক্ষার্থী দূর থেকে এসে পরীক্ষা দেন, তাদের বিড়ম্বনার শেষ নেই।
এমন অবস্থায় সিটি করপোরেশনের আরও কার্যকর ও কৌশলী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে। বিশেষত ফিটনেসবিহীন অটোরিকশার লাইসেন্স বাতিল করে ও তা অপসারণ করা হলে, যানজট কিছুটা নিরসন হবে মনে করেন নগরীর সাধারণ মানুষ। এতে জনদুর্ভোগও কমবে অনেকাংশে।
শিক্ষার্থী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ