Logo
Logo
×

দৃষ্টিপাত

বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা

Icon

মালিহা মেহনাজ

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা

সংগৃহীত ছবি

নারীর প্রতি সহিংসতা এখন এমন একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা শুধু ব্যক্তিজীবন নয়, পুরো সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হলো সমাজের অসচেতনতা ও নির্লিপ্ততা। তবে প্রশ্ন উঠতে পারে-আমরা কি সামাজিকভাবে এ দায় এড়াতে পারি?

বাংলাদেশের ৬৫ শতাংশ নারী কোনো না কোনোভাবে সহিংসতার শিকার, এর মধ্যে ২৫ শতাংশ নারী শারীরিক বা যৌন সহিংসতার শিকার। এসব ঘটনা প্রতিনিয়ত সংবাদমাধ্যমে প্রতিফলিত হলেও অধিকাংশ ক্ষেত্রে তা বিচারাধীন থাকে এবং অপরাধীর শাস্তি কার্যকর হয় না। এ বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও সাহসী করে তোলে এবং ভুক্তভোগীদের ক্ষেত্রে এক গভীর হতাশা তৈরি করে।

সমাজে নারীর প্রতি সহিংসতার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো পুরুষতান্ত্রিক মানসিকতা, যেখানে নারীর অধিকার কমিয়ে দেখার প্রবণতা রয়েছে। সমাজের অনেকেই এখনো মনে করেন, নারীরা শুধু পুরুষের সেবা করার জন্য জন্ম নিয়েছে এবং এ ধারণা থেকে এক ধরনের হেয়দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়। পাশাপাশি অনেক ক্ষেত্রে নারীর পোশাক, চলাফেরা ও আচরণকে দায়ী করা হয়, যা পুরোপুরি ভিত্তিহীন।

এ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে সামাজিক পরিবর্তন অত্যন্ত জরুরি। নারীর প্রতি সম্মান ও সমান অধিকারের ধারণা শুধু আইন দিয়ে বাস্তবায়ন সম্ভব নয়, বরং পরিবার থেকেই ছেলেমেয়ে উভয়কে নৈতিক শিক্ষা দিতে হবে এবং সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নারীর প্রতি সহিংসতা এবং অপরাধের শিকার নারীদের প্রতি সহানুভূতির বার্তা প্রচার করলে, তা সমাজে এক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ ছাড়া নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ, আইনি সহায়তা এবং নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে হবে।

সমাজের প্রতিটি স্তরে একযোগিতার মাধ্যমে আমরা নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারব এবং একটি সহিষ্ণু, ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কেবল আইনি শাস্তি একমাত্র সমাধান নয়, বরং সমাজে সচেতনতা বৃদ্ধি ও মানসিকতার পরিবর্তনের মাধ্যমে তা সম্ভব। সমাজের সবাইকে একতাবদ্ধ হয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম