মোগল প্রশাসনে জড়িত হিন্দু সম্প্রদায়ের কায়েস্ত গোত্রভুক্ত লোকজন যেখানে বসবাস করে আসছেন, সেটিই কায়েতটুলী নামে পরিচিত। কায়েত শব্দটি কায়েস্ত শব্দের অপভ্রংশ এবং টুলী অর্থ বসতি। এভাবেই কায়েস্তদের বসতি থেকে নামটির উৎপত্তি। এরা মোগল প্রশাসনে লেখক হিসাবে দায়িত্ব পালন করতেন। ফারসি ভাষায় তারা ছিলেন অভিজ্ঞ। ১৮৮৩ সালেও জেমস ওয়াইজ এখানে ‘লালা’ নামে পরিচিত চারটি কায়েস্ত গোত্রের সাক্ষাৎ পান বলে উল্লেখ করেছেন। এ পরিবারগুলো ষোড়শ শতকে রাজা মানসিংহের অধীনে কর্মরতদের অধস্তন বলে দাবি করে থাকেন। মোগল আমলে এ লালা কায়েস্তরা দেওয়ান পদমর্যাদায় অভিষিক্ত ছিলেন। কায়েতটুলী আজও তাদের নামের স্মৃতি বহন করছে। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)