একা থাকা শেখা
সব অপূর্ণ ইচ্ছাতেই অগণিত অনেক ইচ্ছা থাকে- তাই প্রত্যেকটা মানুষই নিজে নিজে স্বশাসিত, অন্যের শাসনতন্ত্র তার পছন্দ নয়- তাই প্রত্যেকটা সম্পর্কে শৃঙ্খলা থাকাটা খুব জরুরি।
আমরা সরাসরি কাউকে "আপনি অনেক সুন্দর-সুন্দরী " এমন কথাগুলো বলতে পারি না, তবে আপনার শাড়িটা অনেক সুন্দর, দারুণ, আপনার সঙ্গে চমৎকার ম্যাচ করেছে- এমন কথাগুলো মূলত কৌশলী কথা; যা আমার মোটেও ভালো লাগে না।
অচল ধ্যানের এখন আর কোনো দাম নেই, আজকাল মানুষ সব কিছু বাজিয়ে নেয়, ভালোবাসা, ভালোলাগা থেকে সব কিছু- তবে আমি বলি কী পূর্ণমাত্রায় যাওয়ার আগে খেয়াল রাখুন যেন বেখেয়াল না হয়ে যান।
আমি পুরনো দিনের মরচে ধরা মানুষ তাই নিজের পছন্দমতো পরিবেশ না পেলে কোনো কিছুতেই তৃপ্তি পাই না; ফলে সারাদিন বড়শি নিয়ে বসে থেকে মানুষ পায় বড় বড় মাছ আর দিন শেষে আমি পাই কাঁকড়া। মূলত ভালোবাসার জন্য দুটো মন লাগে, একমনে কখনোই ভালোবাসা হয় না।
মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কিন্তু সুখ খুঁজে না আবার এই মানুষই কাগজের মালা বানাতেও কৌশল শিখে আগে। তবে বই পড়ে, সূত্র মুখস্ত করে, কৌশলী হয়ে সব কিছুকে মোকাবেলা করা যায় না। জীবনের প্রতিটি অধ্যায়কে সেমিস্টারের মতো সাজিয়ে নিন তাহলেই দেখবেন মৃত্যুকালে সমরেশ বসুর মতো অসমাপ্ত উপন্যাস "দেখি নাই ফিরে " রেখে যাতে আর হবে না।
যাই হোক, কিছু কন্ডিশনাল লাভ (ভালোবাসা) তো আছেই; সেগুলো ট্রাফিক লাইটের মতো লাল, নীল, সবুজ- সেগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকুন। কেবল তুলনা শেষ হলেই কাউকে ভালোবাসতে শুরু করুন, পোষা যন্ত্রণা নিয়ে কিংবা আপনার দুর্দশার সময় কাউকে ভালোবাসতে যাবেন না; কেননা জীবনযাপনটাই যথেষ্ট নয়, ভালোবাসতে হবে পরিমাণ ছাড়া, আপনি যা চান তা হতে হবে স্পষ্ট এবং আন্তরিক।
ভালোবাসায় কোনো প্রতিদ্বন্দ্বিতা চলবে না; কেননা প্রত্যেকেই চায় তার জীবন নিজের মতো করে চালাতে। মানুষ পরাজিত হতে পছন্দ করে না; তবে প্রত্যেকেই একটা সম্মানজনক ফলাফল পেতে চায়। ভালোবাসার মানুষটির ভিতর অভ্যন্তরীণ বিশ্বাস আপনাকেই তৈরি করতে হবে। আমার যত্ন যদি আমার চাইতে অন্যে বেশি নিতে না পারে তাহলে প্রেম করা থেকে বিরত থাকুন; কেননা মানুষ সব সময় একা, সেরা সময়টা মানুষ একা থাকতেই বেশি পছন্দ করে।
নির্ভরযোগ্য মনের মতো মানুষ না পেলে শূন্যস্থান শূন্য রাখুন তবুও দুঃখের ওজন বাড়িয়ে লাভ নেই- কেননা মানুষ আজকাল ঝর ঝরে, চকচকে হৃদয় চায়। অস্থিরতা, চঞ্চলতা এগুলো ভয়ংকর এবং বিড়ম্বনা বাড়ায়। একবার একা থাকা শিখে গেলে দেখবেন এর চাইতে বড় আনন্দ আর কিছুতে নাই। আপনি যে ভাষা ব্যবহারকারীই হোন না কেন লাগাম নিজ হাতে রাখুন। ভালোবাসা যদি আরামদায়ক না হয় তাহলে কুকুরের মতো কামড়াবে না কিন্তু ঘেউ ঘেউ করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একা থাকা শেখা
সব অপূর্ণ ইচ্ছাতেই অগণিত অনেক ইচ্ছা থাকে- তাই প্রত্যেকটা মানুষই নিজে নিজে স্বশাসিত, অন্যের শাসনতন্ত্র তার পছন্দ নয়- তাই প্রত্যেকটা সম্পর্কে শৃঙ্খলা থাকাটা খুব জরুরি।
আমরা সরাসরি কাউকে "আপনি অনেক সুন্দর-সুন্দরী " এমন কথাগুলো বলতে পারি না, তবে আপনার শাড়িটা অনেক সুন্দর, দারুণ, আপনার সঙ্গে চমৎকার ম্যাচ করেছে- এমন কথাগুলো মূলত কৌশলী কথা; যা আমার মোটেও ভালো লাগে না।
অচল ধ্যানের এখন আর কোনো দাম নেই, আজকাল মানুষ সব কিছু বাজিয়ে নেয়, ভালোবাসা, ভালোলাগা থেকে সব কিছু- তবে আমি বলি কী পূর্ণমাত্রায় যাওয়ার আগে খেয়াল রাখুন যেন বেখেয়াল না হয়ে যান।
আমি পুরনো দিনের মরচে ধরা মানুষ তাই নিজের পছন্দমতো পরিবেশ না পেলে কোনো কিছুতেই তৃপ্তি পাই না; ফলে সারাদিন বড়শি নিয়ে বসে থেকে মানুষ পায় বড় বড় মাছ আর দিন শেষে আমি পাই কাঁকড়া। মূলত ভালোবাসার জন্য দুটো মন লাগে, একমনে কখনোই ভালোবাসা হয় না।
মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কিন্তু সুখ খুঁজে না আবার এই মানুষই কাগজের মালা বানাতেও কৌশল শিখে আগে। তবে বই পড়ে, সূত্র মুখস্ত করে, কৌশলী হয়ে সব কিছুকে মোকাবেলা করা যায় না। জীবনের প্রতিটি অধ্যায়কে সেমিস্টারের মতো সাজিয়ে নিন তাহলেই দেখবেন মৃত্যুকালে সমরেশ বসুর মতো অসমাপ্ত উপন্যাস "দেখি নাই ফিরে " রেখে যাতে আর হবে না।
যাই হোক, কিছু কন্ডিশনাল লাভ (ভালোবাসা) তো আছেই; সেগুলো ট্রাফিক লাইটের মতো লাল, নীল, সবুজ- সেগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকুন। কেবল তুলনা শেষ হলেই কাউকে ভালোবাসতে শুরু করুন, পোষা যন্ত্রণা নিয়ে কিংবা আপনার দুর্দশার সময় কাউকে ভালোবাসতে যাবেন না; কেননা জীবনযাপনটাই যথেষ্ট নয়, ভালোবাসতে হবে পরিমাণ ছাড়া, আপনি যা চান তা হতে হবে স্পষ্ট এবং আন্তরিক।
ভালোবাসায় কোনো প্রতিদ্বন্দ্বিতা চলবে না; কেননা প্রত্যেকেই চায় তার জীবন নিজের মতো করে চালাতে। মানুষ পরাজিত হতে পছন্দ করে না; তবে প্রত্যেকেই একটা সম্মানজনক ফলাফল পেতে চায়। ভালোবাসার মানুষটির ভিতর অভ্যন্তরীণ বিশ্বাস আপনাকেই তৈরি করতে হবে। আমার যত্ন যদি আমার চাইতে অন্যে বেশি নিতে না পারে তাহলে প্রেম করা থেকে বিরত থাকুন; কেননা মানুষ সব সময় একা, সেরা সময়টা মানুষ একা থাকতেই বেশি পছন্দ করে।
নির্ভরযোগ্য মনের মতো মানুষ না পেলে শূন্যস্থান শূন্য রাখুন তবুও দুঃখের ওজন বাড়িয়ে লাভ নেই- কেননা মানুষ আজকাল ঝর ঝরে, চকচকে হৃদয় চায়। অস্থিরতা, চঞ্চলতা এগুলো ভয়ংকর এবং বিড়ম্বনা বাড়ায়। একবার একা থাকা শিখে গেলে দেখবেন এর চাইতে বড় আনন্দ আর কিছুতে নাই। আপনি যে ভাষা ব্যবহারকারীই হোন না কেন লাগাম নিজ হাতে রাখুন। ভালোবাসা যদি আরামদায়ক না হয় তাহলে কুকুরের মতো কামড়াবে না কিন্তু ঘেউ ঘেউ করবে।