নিরাপত্তার স্বার্থে ক্যাপিটল ভবন লকডাউন
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের আগে নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন লকডাউনের আওতায় আনা হয়েছে। খবর-বিবিসির।
গত ৬ জানুয়ারি এই ভবনেই ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় পাঁচজন নিহত হন। তারা ভাংচুর করেন। এটি মার্কিন ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, কাছাকাছি কয়েকটি জায়গায় ধোঁয়া উড়তে দেখা গেছে। তার পর থেকেই সতর্কতা অবলম্বন করা হয়।
ক্যাপিটল ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যদের ইতোমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া স্থগিত করা হয়েছে।
জো বাইডেনের শপথের দিন ট্রাম্পের উগ্র সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ করতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এছাড়া যুক্তরাষ্ট্রের পুরো ৫০টি রাজ্যজুড়েই সতর্কতা জারি করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিরাপত্তার স্বার্থে ক্যাপিটল ভবন লকডাউন
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের আগে নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবন লকডাউনের আওতায় আনা হয়েছে। খবর-বিবিসির।
গত ৬ জানুয়ারি এই ভবনেই ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় পাঁচজন নিহত হন। তারা ভাংচুর করেন। এটি মার্কিন ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, কাছাকাছি কয়েকটি জায়গায় ধোঁয়া উড়তে দেখা গেছে। তার পর থেকেই সতর্কতা অবলম্বন করা হয়।
ক্যাপিটল ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যদের ইতোমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া স্থগিত করা হয়েছে।
জো বাইডেনের শপথের দিন ট্রাম্পের উগ্র সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ করতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এছাড়া যুক্তরাষ্ট্রের পুরো ৫০টি রাজ্যজুড়েই সতর্কতা জারি করা হয়েছে।