ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকরা লাপাত্তা, শপথের প্রস্তুতি বাইডেনের
অনলাইন ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ২১:৪৭:০৭ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বুধবার উৎসব করছে ডেমোক্র্যাটরা। যদিও বাইডেনের অনেক সমর্থক শহরটিকে এড়িয়ে চলছেন।
বিবিসি জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প সমর্থকরা যে প্রতিবাদের ডাক দিয়েছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে পাবলিক অ্যাডভোকেট নামের একটি গ্রুপ।
ট্রাম্প-পন্থী অন্যান্য গ্রুপের নেতারা বলছেন যে তারাও শহরে যাচ্ছেন না। তাদের একজন বলেছেন, কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০ হাজার ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।
তবে নিরাপত্তার জন্য সেখানে ২৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
খবরে বলা হয়েছে, সহিংসতা ঠেকানোর চেষ্টায় শহরটি এক ধরনের লক-ডাউনে রয়েছে। এর ফলে জো বাইডেনের বহু সমর্থক সেখানে যাবেন না। তবে সন্দেহ নেই যে এর মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পরই উদ্বোধনী ভাষণ দেবেন জো বাইডেন। ক্যাপিটল হিল প্রাঙ্গণে শেষ মুহূর্তে তার প্রস্তুতি চলছে। এজন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। ইতিমধ্যেই ক্যাপিটল হিলে পৌঁছে গেছেন বাইডেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকরা লাপাত্তা, শপথের প্রস্তুতি বাইডেনের
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বুধবার উৎসব করছে ডেমোক্র্যাটরা। যদিও বাইডেনের অনেক সমর্থক শহরটিকে এড়িয়ে চলছেন।
বিবিসি জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প সমর্থকরা যে প্রতিবাদের ডাক দিয়েছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমাবেশ বাতিল করেছে পাবলিক অ্যাডভোকেট নামের একটি গ্রুপ।
ট্রাম্প-পন্থী অন্যান্য গ্রুপের নেতারা বলছেন যে তারাও শহরে যাচ্ছেন না। তাদের একজন বলেছেন, কংগ্রেস সদস্য, বাইডেনের কর্মকর্তা এবং ৬০ হাজার ন্যাশনাল গার্ড ছাড়া সেখানে আর কেউ থাকবে না।
তবে নিরাপত্তার জন্য সেখানে ২৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
খবরে বলা হয়েছে, সহিংসতা ঠেকানোর চেষ্টায় শহরটি এক ধরনের লক-ডাউনে রয়েছে। এর ফলে জো বাইডেনের বহু সমর্থক সেখানে যাবেন না। তবে সন্দেহ নেই যে এর মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পরই উদ্বোধনী ভাষণ দেবেন জো বাইডেন। ক্যাপিটল হিল প্রাঙ্গণে শেষ মুহূর্তে তার প্রস্তুতি চলছে। এজন্য কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মীরা। ইতিমধ্যেই ক্যাপিটল হিলে পৌঁছে গেছেন বাইডেন।