মহাসড়কে কুকুরের বাইক চালানোর ভিডিও ভাইরাল
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কুকুরের বাইক চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।
মহাসড়কে দুজন আরোহী নিয়ে চালকের আসনে কুকুরটিকে দেখে তাজ্জব বনে গেছেন অনেকেই। কুকুরের এমন বাইক চালানোর প্রশংসা করছেন সাধারণ মানুষ।
টুইটার এবং রেডিটে ব্যাপক শেয়ার করা হচ্ছে ভিডিওটি।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, দুই ব্যক্তি বাইকের পেছনে বসে রয়েছেন। আর বাইকের হ্যান্ডেল ধরে তা চালিয়ে এগিয়ে যাচ্ছে কুকুরটি। তবে ভিডিওটি কে রেকর্ড করেছেন বা ঘটনাটি কোন এলাকার তা স্পষ্ট নয়।
এই ভিডিওটির টুইটার ব্যবহারকারী ক্লারা সোবার্গ শেয়ার করেছেন। এখনও পর্যন্ত ২৭ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।
১ হাজারেরও বেশি ‘লাইক' এবং ৪০০ টিরও বেশি রিটুইট করা হয়েছে বাইক চালানোর ভিডিওটি।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কুকুরটি চমৎকার কাজ করেছে, কিন্তু ওর হেলমেট পরা উচিৎ ছিল!’
অন্য আরেকজন লিখেছেন, ‘বিষয়টা একেবারেই নিরাপদ নয়, যদিও কোনো বিপদ হয়ে যেত তাহলে দায়ী কে হত?’
অন্য এক নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, ভিডিও তো বেশ মজার, তবে বেশ কিছুটা টেনশনও হচ্ছিল।’
They see me rollin pic.twitter.com/59HxNpqLPA
— Klara Sjöberg (@klara_sjo) October 26, 2019
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মহাসড়কে কুকুরের বাইক চালানোর ভিডিও ভাইরাল
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কুকুরের বাইক চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।
মহাসড়কে দুজন আরোহী নিয়ে চালকের আসনে কুকুরটিকে দেখে তাজ্জব বনে গেছেন অনেকেই। কুকুরের এমন বাইক চালানোর প্রশংসা করছেন সাধারণ মানুষ।
টুইটার এবং রেডিটে ব্যাপক শেয়ার করা হচ্ছে ভিডিওটি।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, দুই ব্যক্তি বাইকের পেছনে বসে রয়েছেন। আর বাইকের হ্যান্ডেল ধরে তা চালিয়ে এগিয়ে যাচ্ছে কুকুরটি। তবে ভিডিওটি কে রেকর্ড করেছেন বা ঘটনাটি কোন এলাকার তা স্পষ্ট নয়।
এই ভিডিওটির টুইটার ব্যবহারকারী ক্লারা সোবার্গ শেয়ার করেছেন। এখনও পর্যন্ত ২৭ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।
১ হাজারেরও বেশি ‘লাইক' এবং ৪০০ টিরও বেশি রিটুইট করা হয়েছে বাইক চালানোর ভিডিওটি।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কুকুরটি চমৎকার কাজ করেছে, কিন্তু ওর হেলমেট পরা উচিৎ ছিল!’
অন্য আরেকজন লিখেছেন, ‘বিষয়টা একেবারেই নিরাপদ নয়, যদিও কোনো বিপদ হয়ে যেত তাহলে দায়ী কে হত?’
অন্য এক নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ, ভিডিও তো বেশ মজার, তবে বেশ কিছুটা টেনশনও হচ্ছিল।’
They see me rollin pic.twitter.com/59HxNpqLPA
— Klara Sjöberg (@klara_sjo) October 26, 2019