চড় খেতে নারী কর্মচারী রাখলেন ব্যবসায়ী! (ভিডিও)
অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২১, ০১:৩৩:৫৩ | অনলাইন সংস্করণ
ফেসবুকে ঢুকলেই সময় নষ্ট, হয় কাজেরও ক্ষতি। আর এ জন্য এক অদ্ভুত সমাধান বের করলেন প্রবাসী ভারতীয় ব্যবসায়ী। কাজের সময়ে ফেসবুক খুললেই চড় মারার জন্য এক নারীকে নিয়োগ দিয়েছে তিনি। এই আজব ঘটনার প্রশংসা করেছেন ইলন মাস্ক।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মনীশ শেঠি ভীষণ ব্যস্ত মানুষ। কাজের জন্য ল্যাপটপে ইন্টারনেট খুললেই অভ্যাসবশত ফেসবুক খুলে ফেলেন। দীর্ঘ সময় ধরে স্ক্রল করতে থাকেন। নষ্ট হতে থাকে মূল্যবান সময়। আর এর থেকে সমাধান বের করলেন তিনি। একজন নারী কর্মী চেয়ে বিজ্ঞাপন দেন তিনি। কর্মীর কাজ হলো চড় মারা।
মনীশ যখন ল্যাপটপে কাজ করেন, তার পাশে বসে থাকতে হয় সেই মহিলাকে। আর তীক্ষ্ণ নজর রাখতে হয় মনীশের কম্পিউটার স্ক্রিনে। কোনো ট্যাবে ফেসবুক খুললেই মনীশকে রীতিমতো জোরে চড় মারেন ওই নারী কর্মচারী। এর জন্য ঘণ্টায় ৮ ডলার করে বেতনও পান তিনি।
মনীশ জানিয়েছেন, ওই নারীর কাছে তিনি কৃতজ্ঞ। এই নতুন উপায়ে তার সময় বিন্দুমাত্র নষ্ট হয় না। চড় খাওয়ার ভয়ে মন দিয়ে কাজ করতে থাকেন তিনি। আর তা না করলেই মেলে চড়।
এই খবরের একটি টুইটে রিপ্লাইও করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। দুটি ‘ফায়ার’ ইমোজি দিয়ে প্রশংসা করেছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চড় খেতে নারী কর্মচারী রাখলেন ব্যবসায়ী! (ভিডিও)
ফেসবুকে ঢুকলেই সময় নষ্ট, হয় কাজেরও ক্ষতি। আর এ জন্য এক অদ্ভুত সমাধান বের করলেন প্রবাসী ভারতীয় ব্যবসায়ী। কাজের সময়ে ফেসবুক খুললেই চড় মারার জন্য এক নারীকে নিয়োগ দিয়েছে তিনি। এই আজব ঘটনার প্রশংসা করেছেন ইলন মাস্ক।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মনীশ শেঠি ভীষণ ব্যস্ত মানুষ। কাজের জন্য ল্যাপটপে ইন্টারনেট খুললেই অভ্যাসবশত ফেসবুক খুলে ফেলেন। দীর্ঘ সময় ধরে স্ক্রল করতে থাকেন। নষ্ট হতে থাকে মূল্যবান সময়। আর এর থেকে সমাধান বের করলেন তিনি। একজন নারী কর্মী চেয়ে বিজ্ঞাপন দেন তিনি। কর্মীর কাজ হলো চড় মারা।
মনীশ যখন ল্যাপটপে কাজ করেন, তার পাশে বসে থাকতে হয় সেই মহিলাকে। আর তীক্ষ্ণ নজর রাখতে হয় মনীশের কম্পিউটার স্ক্রিনে। কোনো ট্যাবে ফেসবুক খুললেই মনীশকে রীতিমতো জোরে চড় মারেন ওই নারী কর্মচারী। এর জন্য ঘণ্টায় ৮ ডলার করে বেতনও পান তিনি।
মনীশ জানিয়েছেন, ওই নারীর কাছে তিনি কৃতজ্ঞ। এই নতুন উপায়ে তার সময় বিন্দুমাত্র নষ্ট হয় না। চড় খাওয়ার ভয়ে মন দিয়ে কাজ করতে থাকেন তিনি। আর তা না করলেই মেলে চড়।
এই খবরের একটি টুইটে রিপ্লাইও করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। দুটি ‘ফায়ার’ ইমোজি দিয়ে প্রশংসা করেছেন তিনি।