মাথা দিলেই শান্তির ঘুম, বিশ্বের সবচেয়ে দামি বালিশের দাম কত (ভিডিও)
যুগান্তর ডেস্ক
২৭ জুন ২০২২, ২৩:৩৭:১৯ | অনলাইন সংস্করণ
কথায় আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। অবশ্য লাখ টাকার স্বপ্ন দেখতে ছেঁড়া কাঁথার কথা বলা হলেও বালিশের ব্যাপারে কিছু বলা হয়নি। তবে সম্প্রতি আলোচনায় এসেছে অর্ধকোটি টাকা দামে এক বালিশ। যেই বালিশ মাথায় দিলে ঘুমপাড়ানি মাসিপিসিদের আর ডাকতে হবে না। শান্তির ঘুম চোখে নেমে আসবে এমনিতেই।
বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বালিশ ‘টেলরমেড পিলো’র কথা। বালিশের দাম বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখেরও বেশি।
অবশ্য হেজিপেঁজি কেউ এই বালিশ বানাননি। বালিশে মাথা নিয়ে মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারেন এজন্য অনেক গবেষণার পর বিশেষ এই বালিশ বানিয়েছেন নেদারল্যান্ডসের ফিজিওথেরাপিস্ট থিজস ভ্যান ডের হিলস্ট।
ওই ফিজিওথেরাপিস্ট জানান, একটানা ১৫ বছরের গবেষণার ফল বিশ্বের সবচেয়ে দামি এই বালিশ। এই বালিশে মাথায় দিয়ে ঘুমালে একাধিক শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বিশেষত যারা ইনসোমনিয়া বা অনিদ্রা রোগে ভোগেন তাদের জন্য ভীষণ কার্যকর এই বালিশ।
জানা গেছে, বিশ্ব বিখ্যাত মিশরের তুলা রয়েছে বালিশে। এই তুলা হাতে নয়, বিশেষ ধরনের রোবোটিক মেশিনে উৎপাদিত। এছাড়া ব্যবহার করা হয়েছে মালবেরি সিল্কের কাপড় এবং নন টক্সিক ডাচ ফোম। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, এসবে কী আর একটা বালিশের এতো দাম হয়?
আসলে দামি তুলা, সিল্ক, ফোমের পাশাপাশি মণিমুক্ত দিয়ে সাজানো রাজকীয় এই বালিশ। ২৪ ক্যারেট সোনা রয়েছে বালিশটিতে। এছাড়াও আছে হীরা, চুনি ও নীলকান্তমণির মতো মূল্যবান রত্ম। আসলে আরামের সঙ্গে, শরীর বিজ্ঞানকে ব্যবহার করার পাশাপাশি বালিশটিকে অপূর্ব করে সাজানো হয়েছে। তাই দামও পৌঁছেছে সাধারণ মানুষের নাগালের বাইরে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাথা দিলেই শান্তির ঘুম, বিশ্বের সবচেয়ে দামি বালিশের দাম কত (ভিডিও)
কথায় আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। অবশ্য লাখ টাকার স্বপ্ন দেখতে ছেঁড়া কাঁথার কথা বলা হলেও বালিশের ব্যাপারে কিছু বলা হয়নি। তবে সম্প্রতি আলোচনায় এসেছে অর্ধকোটি টাকা দামে এক বালিশ। যেই বালিশ মাথায় দিলে ঘুমপাড়ানি মাসিপিসিদের আর ডাকতে হবে না। শান্তির ঘুম চোখে নেমে আসবে এমনিতেই।
বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বালিশ ‘টেলরমেড পিলো’র কথা। বালিশের দাম বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখেরও বেশি।
অবশ্য হেজিপেঁজি কেউ এই বালিশ বানাননি। বালিশে মাথা নিয়ে মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারেন এজন্য অনেক গবেষণার পর বিশেষ এই বালিশ বানিয়েছেন নেদারল্যান্ডসের ফিজিওথেরাপিস্ট থিজস ভ্যান ডের হিলস্ট।
ওই ফিজিওথেরাপিস্ট জানান, একটানা ১৫ বছরের গবেষণার ফল বিশ্বের সবচেয়ে দামি এই বালিশ। এই বালিশে মাথায় দিয়ে ঘুমালে একাধিক শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বিশেষত যারা ইনসোমনিয়া বা অনিদ্রা রোগে ভোগেন তাদের জন্য ভীষণ কার্যকর এই বালিশ।
জানা গেছে, বিশ্ব বিখ্যাত মিশরের তুলা রয়েছে বালিশে। এই তুলা হাতে নয়, বিশেষ ধরনের রোবোটিক মেশিনে উৎপাদিত। এছাড়া ব্যবহার করা হয়েছে মালবেরি সিল্কের কাপড় এবং নন টক্সিক ডাচ ফোম। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, এসবে কী আর একটা বালিশের এতো দাম হয়?
আসলে দামি তুলা, সিল্ক, ফোমের পাশাপাশি মণিমুক্ত দিয়ে সাজানো রাজকীয় এই বালিশ। ২৪ ক্যারেট সোনা রয়েছে বালিশটিতে। এছাড়াও আছে হীরা, চুনি ও নীলকান্তমণির মতো মূল্যবান রত্ম। আসলে আরামের সঙ্গে, শরীর বিজ্ঞানকে ব্যবহার করার পাশাপাশি বালিশটিকে অপূর্ব করে সাজানো হয়েছে। তাই দামও পৌঁছেছে সাধারণ মানুষের নাগালের বাইরে।