সিংহীকে বিরক্ত করার ফল হাতেনাতে পেল সিংহ (ভিডিও)
যুগান্তর ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৪২:০৩ | অনলাইন সংস্করণ
জঙ্গলের আইন আলাদা হতে পারে। হতেই পারে সিংহ বনের রাজা। কিন্তু সেই বনের রাজাও ভয় পায় সিংহীকে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সেই প্রমাণই মিলেছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ক্লান্ত হয়ে দুপুরের ঘুমটা সেরে নিচ্ছিল সিংহী। এ সময় পা টিপে টিপে এগিয়ে গিয়ে সিংহীকে কামড় দিয়ে জাগাতে গিয়েছিল সিংহটি। কিন্তু সিংহের এহেন কর্মকাণ্ড মোটেও পছন্দ হয়নি সিংহীর। রীতিমতো রেগে গিয়ে দাঁতমুখ খিচিয়ে সিংহের দিকে তেড়ে যায় সে। সিংহটি সিংহীকে দেথে ভয় পেয়ে যায় এবং ক্ষুব্ধ সিংহী থেকে পিছিয়ে যেতে শুরু করে। ধারণা করা হচ্ছে সিংহীকে যে আর কখনো বিরক্ত করা যাবে না, সেই শিক্ষাটা সিংহ পেয়ে গেছে।
এদিকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
هكذا يمزح الاسد ? pic.twitter.com/32x79mqi6O
— عالم الحيوان (@bkbuc) August 13, 2022
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিংহীকে বিরক্ত করার ফল হাতেনাতে পেল সিংহ (ভিডিও)
জঙ্গলের আইন আলাদা হতে পারে। হতেই পারে সিংহ বনের রাজা। কিন্তু সেই বনের রাজাও ভয় পায় সিংহীকে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সেই প্রমাণই মিলেছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ক্লান্ত হয়ে দুপুরের ঘুমটা সেরে নিচ্ছিল সিংহী। এ সময় পা টিপে টিপে এগিয়ে গিয়ে সিংহীকে কামড় দিয়ে জাগাতে গিয়েছিল সিংহটি। কিন্তু সিংহের এহেন কর্মকাণ্ড মোটেও পছন্দ হয়নি সিংহীর। রীতিমতো রেগে গিয়ে দাঁতমুখ খিচিয়ে সিংহের দিকে তেড়ে যায় সে। সিংহটি সিংহীকে দেথে ভয় পেয়ে যায় এবং ক্ষুব্ধ সিংহী থেকে পিছিয়ে যেতে শুরু করে। ধারণা করা হচ্ছে সিংহীকে যে আর কখনো বিরক্ত করা যাবে না, সেই শিক্ষাটা সিংহ পেয়ে গেছে।
এদিকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
هكذا يمزح الاسد ? pic.twitter.com/32x79mqi6O
— عالم الحيوان (@bkbuc) August 13, 2022