বন্দুক তাক করায় শিকারির সামনেই এসে দাঁড়াল হরিণ! (ভিডিও)
যুগান্তর ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯:৫২ | অনলাইন সংস্করণ
হরিণ খুব সজাগ প্রাণী। বিপদের একটু আঁচ পেলেই সেখান থেকে ছুটে পালায়। কিন্তু শিকার আর শিকারির সম্পর্কে একটি বিপরীত দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে।
সেখানে দেখা যাচ্ছে, গাছের আড়ালে একটি হরিণ দেখেই বন্দুক তাক করেছিলেন শিকারি। গাছের আড়াল থেকে বেরিয়ে আসা মাত্রই কয়েক হাত দূরে দাঁড়ানো শিকারিকে দেখে একটু থমকে গিয়েছিল হরিণটি। বন্দুকের ট্রিগারে সবে চাপ দিতে যাবেন, ঠিক তার আগেই শিকারিকে চমকে দিয়ে হরণটি পালিয়ে না গিয়ে শিকারির দিকেই ছুটে আসে।
হরিণটি শিকারির কাছে এসে দাঁড়ায়। শিকারি বন্দুকের নলটি তার মাথার কাছে ধরে। বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও অবিচল ছিল হরিণটি। শিকারির মুখে দিকে ফ্যালফ্যাল করে কয়েক সেকেন্ড তাকানোর পর মাথা ঘুরিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করছিল সেটি। শান্ত অথচ চোখ ঘুরছিল এদিক ওদিক। হরিণের এমন কাণ্ডে শিকারির কঠোর মনও গলে গিয়েছিল।
যে প্রাণীটিকে মারতে কিছুক্ষণ আগেও যার হাত কেঁপে ওঠেনি, এবার সেই শিকারিই স্নেহের হাত বুলিয়ে দিলেন হরিণের মাথায়। বার কয়েক হরিণটির মাথায় হাত বোলাতেও দেখা গেল শিকারিকে।
The hunters hunting mindset was hunted…
— Susanta Nanda IFS (@susantananda3) February 9, 2023
The deer he wanted to shoot, approached him, for reasons difficult to fathom. And then the hunter quickly realised that it is much satisfying to pet the animal than shooting it ?
? airsoftonly2 pic.twitter.com/pgGSRjnkbv
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্দুক তাক করায় শিকারির সামনেই এসে দাঁড়াল হরিণ! (ভিডিও)
হরিণ খুব সজাগ প্রাণী। বিপদের একটু আঁচ পেলেই সেখান থেকে ছুটে পালায়। কিন্তু শিকার আর শিকারির সম্পর্কে একটি বিপরীত দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে।
সেখানে দেখা যাচ্ছে, গাছের আড়ালে একটি হরিণ দেখেই বন্দুক তাক করেছিলেন শিকারি। গাছের আড়াল থেকে বেরিয়ে আসা মাত্রই কয়েক হাত দূরে দাঁড়ানো শিকারিকে দেখে একটু থমকে গিয়েছিল হরিণটি। বন্দুকের ট্রিগারে সবে চাপ দিতে যাবেন, ঠিক তার আগেই শিকারিকে চমকে দিয়ে হরণটি পালিয়ে না গিয়ে শিকারির দিকেই ছুটে আসে।
হরিণটি শিকারির কাছে এসে দাঁড়ায়। শিকারি বন্দুকের নলটি তার মাথার কাছে ধরে। বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও অবিচল ছিল হরিণটি। শিকারির মুখে দিকে ফ্যালফ্যাল করে কয়েক সেকেন্ড তাকানোর পর মাথা ঘুরিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করছিল সেটি। শান্ত অথচ চোখ ঘুরছিল এদিক ওদিক। হরিণের এমন কাণ্ডে শিকারির কঠোর মনও গলে গিয়েছিল।
যে প্রাণীটিকে মারতে কিছুক্ষণ আগেও যার হাত কেঁপে ওঠেনি, এবার সেই শিকারিই স্নেহের হাত বুলিয়ে দিলেন হরিণের মাথায়। বার কয়েক হরিণটির মাথায় হাত বোলাতেও দেখা গেল শিকারিকে।
The hunters hunting mindset was hunted…
— Susanta Nanda IFS (@susantananda3) February 9, 2023
The deer he wanted to shoot, approached him, for reasons difficult to fathom. And then the hunter quickly realised that it is much satisfying to pet the animal than shooting it ?
? airsoftonly2 pic.twitter.com/pgGSRjnkbv