কবুতরের চোখ ধাঁধানো ডিগবাজি, দেখুন ভিডিও 
jugantor
কবুতরের চোখ ধাঁধানো ডিগবাজি, দেখুন ভিডিও 

  অনলাইন ডেস্ক  

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩০:৩৩  |  অনলাইন সংস্করণ

পশু-পাখি কিংবা প্রাণীর অদ্ভূত আচরণ প্রায়ই আমাদের চোখে পড়ে। কিন্তু কখনো কি কবুতরকে (পায়রা) ডিগবাজি করতে দেখেছেন?


কবুতর ডিগবাজি খেলছে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, একবার নয়, দুইবার নয় বরং তিনবার উল্টোভাবে ডিগবাজি খেলছে একটি কবুতর।

ভারতের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। প্রায় ৫০ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। লাইক, কমেন্টও করেছেন অসংখ্য জন।

এক টুইট ব্যবহারকারী লিখেছেন, এগুলো মুন ওয়াক প্রজাতির পায়রা। আরেকজন লিখেছেন, নারী কবুতরকে পটাতে এমন করছে কবুতরটি!

যুক্তরাজ্যের ইউনিভার্সিটিস ফেডারেশন অব এনিম্যাল ওয়েলফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক প্রজাতির কবুতরে এভাবে ডিগবাজি করতে পারে।

কবুতরের চোখ ধাঁধানো ডিগবাজি, দেখুন ভিডিও 

 অনলাইন ডেস্ক 
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম  |  অনলাইন সংস্করণ

পশু-পাখি কিংবা প্রাণীর অদ্ভূত আচরণ প্রায়ই আমাদের চোখে পড়ে। কিন্তু কখনো কি কবুতরকে (পায়রা) ডিগবাজি করতে দেখেছেন? 


কবুতর ডিগবাজি খেলছে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  এতে দেখা যায়, একবার নয়, দুইবার নয় বরং তিনবার উল্টোভাবে ডিগবাজি খেলছে একটি কবুতর।

ভারতের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে।  প্রায় ৫০ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। লাইক, কমেন্টও করেছেন অসংখ্য জন। 

এক টুইট ব্যবহারকারী লিখেছেন, এগুলো মুন ওয়াক প্রজাতির পায়রা। আরেকজন লিখেছেন, নারী কবুতরকে পটাতে এমন করছে কবুতরটি! 

যুক্তরাজ্যের ইউনিভার্সিটিস ফেডারেশন অব এনিম্যাল ওয়েলফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক প্রজাতির কবুতরে এভাবে ডিগবাজি করতে পারে। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন