নিলামে উঠছে বিরল গোলাপী হীরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অত্যন্ত বিরল রঙের একটি গোলাপী হীরা নিলামে উঠেছে। ‘অতুলনীয় উজ্জ্বলতার’ হীরাটি কম হলেও ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার নিলাম প্রতিষ্ঠান সোথবি হীরাটির নিলামের ঘোষণা দিয়েছে বলে সিএনএনের খবরে বলা হয়েছে।
‘দ্য ইটার্নাল পিংক’ নামে হীরাটির ওজন ১০.৫৭ ক্যারেট। আগামী জুন মাসে এই নিলাম শুরু হবে।
চার বছর পূর্বে বোতসোয়ানাতে নিজেদের একটি মাইনে এই হীরাটি পায় দক্ষিণ আফ্রিকার কোম্পানি ডি বিয়ার্স। সোথবি জানিয়েছে, এই বেগুনি আভাময় গোলাপী হীরা অত্যন্ত বিরল এবং নিলামে ওঠা সবথেকে দামি হীরা হতে যাচ্ছে এটি।
কিগ ব্রুনিং নামের এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, এটি ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ হীরার তালিকায় স্থান করে নিয়েছে।
তিনি বলেন, এই রঙটি হীরার মধ্যে গোলাপী রঙের সবচেয়ে সুন্দর। এর আগে কখনও এমন হীরা বাজারে দেখিনি আমি। এই হীরার বিরলতা এবং এর মধ্যে থাকা গোলাপী আভা এটিকে মাস্টারপিস করে তুলেছে। ম্যাগ্রিট বা ওয়ারহোলের চেয়েও এই হীরা বেশি বিরল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিলামে উঠছে বিরল গোলাপী হীরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অত্যন্ত বিরল রঙের একটি গোলাপী হীরা নিলামে উঠেছে। ‘অতুলনীয় উজ্জ্বলতার’ হীরাটি কম হলেও ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার নিলাম প্রতিষ্ঠান সোথবি হীরাটির নিলামের ঘোষণা দিয়েছে বলে সিএনএনের খবরে বলা হয়েছে।
‘দ্য ইটার্নাল পিংক’ নামে হীরাটির ওজন ১০.৫৭ ক্যারেট। আগামী জুন মাসে এই নিলাম শুরু হবে।
চার বছর পূর্বে বোতসোয়ানাতে নিজেদের একটি মাইনে এই হীরাটি পায় দক্ষিণ আফ্রিকার কোম্পানি ডি বিয়ার্স। সোথবি জানিয়েছে, এই বেগুনি আভাময় গোলাপী হীরা অত্যন্ত বিরল এবং নিলামে ওঠা সবথেকে দামি হীরা হতে যাচ্ছে এটি।
কিগ ব্রুনিং নামের এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, এটি ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ হীরার তালিকায় স্থান করে নিয়েছে।
তিনি বলেন, এই রঙটি হীরার মধ্যে গোলাপী রঙের সবচেয়ে সুন্দর। এর আগে কখনও এমন হীরা বাজারে দেখিনি আমি। এই হীরার বিরলতা এবং এর মধ্যে থাকা গোলাপী আভা এটিকে মাস্টারপিস করে তুলেছে। ম্যাগ্রিট বা ওয়ারহোলের চেয়েও এই হীরা বেশি বিরল।