Logo
Logo
×

চিত্র বিচিত্র

ব্রেক-আপের পর প্রেমিকাকে উপহার পাঠিয়ে কারাগারে যুবক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

ব্রেক-আপের পর প্রেমিকাকে উপহার পাঠিয়ে কারাগারে যুবক

প্রেমের সম্পর্কে উপহার দেওয়া-নেওয়া একটা স্বাভাবিক বিষয়। তবে অনেক সময় এই দেনা-পাওনার বিষয়টি সম্পর্ক ভাঙার কারণও হতে পারে। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার এক যুবকের সঙ্গে। 

প্রেমিকার আবদারে অতিষ্ঠ হয়ে প্রেমের সম্পর্ক ছিন্ন করে ফেলেন তিনি। তবে এখানেই তিনি দমে যাননি, প্রেমিকাকে শিক্ষা দিতে অবাক করা কাণ্ড ঘটিয়ে বসেন। যার জেরে কারাগারেও যেতে হয় তাকে। 

ওই যুবকের প্রেমিকা সবসময় তার কাছে দামি উপহার চাইতেন।  আর এটিকেই প্রতিশোধের হাতিয়ার বানান তিনি, প্রেমিকার অফিসের ঠিকানায় পাঠিয়ে দেন ৩০০টি উপহার।  তবে এবার নিজে টাকা পরিশোধ করে এসব পাঠাননি। ক্যাশ অন ডেলিভারিতে সব উপহার তিনি পাঠান। অর্থাৎ, ব্যাংক কর্মী প্রেমিকাকে টাকা দিয়ে সেই উপহার সংগ্রহ করতে হত। 

প্রথম প্রথম বিষয়টি বুঝতে পারেননি প্রেমিকা। মনে করছিলেন, কেউ মজা করছে। পরে সংখ্যাটা বাড়তে থাকায় বিরক্ত হয়ে যান তিনি। ডেলিভারি ম্যানদের বারবার জানান, উপহার নিতে পারবেন না; কারণ, সেগুলি তিনি অর্ডারই করেননি। অনলাইন অর্ডার ফেরত দেওয়ার জন্য একাধিক অনলাইন শপিং সাইটে মেয়েটির অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী।

জানা যায়, নদিয়ার বাসিন্দা সুমন শিকদারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল লেকটাউনের বাসিন্দা ব্যাংক কর্মীর। কিন্তু গত নভেম্বরে সম্পর্ক ভেঙে যায়। কারণ, দামি উপহার চাওয়া। প্রেমিকের কাছে দামি উপহার চাইতেন ব্যাংক কর্মী। কিন্তু তা দিতে অক্ষম ছিলেন সুমন। তাই সম্পর্ক ভেঙে যায়। সেই বদলা নিতেই বিচ্ছেদের পর প্রেমিকার ঠিকানায় উপহার পাঠাতেন। নদিয়া থেকে যুবককে গ্রেপ্তার করেছে লেকটাউন থানার পুলিশ। যদিও শুক্রবার আদালতে জামিন পেয়ে গিয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম