Logo
Logo
×

রাজধানীর খবর

দিনের অনুষ্ঠান

Icon

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রোগীকল্যাণ সমিতি : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রোগীকল্যাণ সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ডা. মিল্টন হলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রোগীকল্যাণ সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। সভায় ২০১৬-২০১৭ অর্থবছরের আয় ব্যয়ের বিবরণী তুলে ধরা ও ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হয়।

আইপিএ : যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশনস ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ) এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম যৌথভাবে ‘এভিডেন্স ডায়ালগ অন এসএমই ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বৃহস্পতিবার ঢাকার একটি হেটেলে আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের প্রধান শেখ মোহাম্মদ সেলিম, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রির সহসভাপতি সংগীতা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অতনু রাব্বানী প্রমুখ।

ইনটেক : ইনটেক লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহাখালীর রাওয়া ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এটিএম মাহবুবুল আলমের সভাপতিত্বে পরিচালক স্বাধীকা মাহবুব, আনিসুজ্জামান, স্বতন্ত্র পরিচালক প্রজীব ভূষণ দত্ত, প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আমিনুল ইসলাম বেগ, কোম্পানি সচিব মো. মহীবুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম