ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৭ হাজার ৫৪১ জন ছাত্রছাত্রী অংশ নেন। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান ইন্সটিটিউটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
গার্হস্থ্য অর্থনীতি ইউনিট : চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গার্হস্থ্য অর্থনীতি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ২ হাজার ৪৭৫টি আসনের জন্য মোট ভর্তিচ্ছু ছাত্রী ছিলেন ১০ হাজার ১৫৬ জন।
