বাংলাদেশের রাজনীতি একটি গতিশীল ও বহুস্তর বিশিষ্ট প্রক্রিয়া। দেশটির রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আছে কয়েকটি প্রধান দল, যেমন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP), বাংলাদেশ আওয়ামী লীগ (BAL), জাতীয় পার্টি (JP), ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া বাংলাদেশের বামপন্থী দলগুলো, ইসলামী রাজনৈতিক দল এবং অন্যান্য দলও রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
ছাত্রদের নেতৃত্বে সংঘটিত জুলাই আন্দোলনের পর তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বেড়েছে। এর ফলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। এর একটি হলো – জাতীয় নাগরিক পার্টি (NCP)। ছাত্রদের নিয়ে গঠিত আরেকটি দল হলো আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)। এসব দল মূলত বৈষম্য, গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবি নিয়ে রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এনসিপি তরুণদের নতুন নেতৃত্ব ও ভিন্নধর্মী রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে।