বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) দেশের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল, যাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আদর্শ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে গভীরভাবে প্রভাব ফেলেছে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বিএনপি ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এবং ‘আস্থা ও বিশ্বাসের রাজনীতি’র ভিত্তিতে গঠিত হয়।
দলটির মূল রাজনৈতিক আদর্শ হল গণতন্ত্র, জাতীয় স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলামিক মূল্যবোধ এবং অর্থনৈতিক উদারীকরণ। বিএনপি দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের শাসনক্ষমতায় ছিল (১৯৯১–১৯৯৬ ও ২০০১–২০০৬)। দলটির নেতৃত্বে রয়েছেন সাবেক ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে আছেন তারেক রহমান।
বিএনপি দীর্ঘদিন ধরে নির্বাচন, ভোটাধিকার, বিচার বিভাগীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার দাবিতে রাজনৈতিক আন্দোলন চালিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দলটির সরকারবিরোধী জোট ও তাদের ছাত্র সংগঠন ‘ছাত্রদল’ এবং যুব সংগঠন ‘যুবদল’ রাজনৈতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
বর্তমানে বিএনপি গণতান্ত্রিক সংস্কার, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, এবং একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে।