Logo
Logo
×

বিএনপি

হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

মির্জা আব্বাস ও শরীফ ওসমান হাদি। ফাইল ছবি

রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় দিনদুপুরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের গেট দিয়ে প্রবেশ করেন।

মির্জা আব্বাস ও হাদি একই আসন তথা ঢাকা-৮ আসন থেকে ভোট করছেন।

এর আগে একই দিন দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পরপরই গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম