Logo
Logo
×

রাজনীতি

জিএম কাদেরের মনোনয়ন সংগ্রহ করলেন সাবেক মেয়র মোস্তফা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

জিএম কাদেরের মনোনয়ন সংগ্রহ করলেন সাবেক মেয়র মোস্তফা

জিএম কাদের। ফাইল ছবি

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনের প্রার্থীর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয় পার্টি। এতে অংশ নেন রংপুর জেলা ও মহানগর কমিটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

রোববার দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শোয়েব সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র।

এ সময় সাবেক মেয়র মোস্তফা গণমাধ্যমকে বলেন, আমরা পার্টির চেয়ারম্যানের পক্ষে রংপুর সদর-৩ আসনের মনোনয়ন সংগ্রহ করে আমরা নিজেদের জাতীয় ত্রয়োদশ নির্বাচনে অংশ গ্রহণের জন্য আত্মপ্রকাশ করলাম। নির্বাচনের ক্ষেত্রে আমাদের শর্ত রয়েছে যেন- লেভেল প্লেয়িং ফিল্ড হয় ও সব দলের অংশ গ্রহণে আমরা নির্বাচন করব। এতে জাতীয় পার্টি বরাবরেই মতোই ভালো করবে। অনেকে বলছে জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে। এ ক্ষেত্রে বলব- নির্বাচন হলেই জানা যাবে।

আমরা ৩০০টি আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ক্ষেত্রে হেভিওয়েট প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে। অনেক আসনে হেভিওয়েট প্রার্থী পাওয়া যায়নি। তবে এখনো সময় আছে অনেকে মনোনয়ন নিচ্ছেন। এর মধ্যে বাছাই করে আমরা দলীয় মনোনয়ন দেবো। যেন নির্বাচিত হয় কিংবা সম্মানজনক অবস্থানে থাকে। এ ক্ষেত্রে ২০০ আসন বা ২৫০ আসনও হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাহেদুল ইসলাম, রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আনিস।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো. ফারুক হোসেন মণ্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা আহ্বায়ক সুমন ও সদস্য সচিব মো. আরিফুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ ও সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহমেদ ও সদস্য সচিব মোজাহারুল ইসলাম মন্টু, জাতীয় রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামলসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর‌্যায়ের নেতৃবৃন্দ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম