Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানের হিন্দি টুইট নিয়ে আলোচনার ঝড়!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ০৪:০৭ পিএম

ইমরান খানের হিন্দি টুইট নিয়ে আলোচনার ঝড়!

শান্তি প্রচেষ্টার কথা ভারতবাসীকে জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হিন্দি ভাষার টুইট নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

শান্তি প্রচেষ্টার কথা ভারতবাসীকে জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হিন্দি ভাষার টুইট নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) ইমরান খানের বক্তব্যটি হিন্দিতে টুইট করে।

যুদ্ধের দামামার মধ্যে শান্তির পক্ষে ইমরান খানের প্রচেষ্টা ঘরে বাইরে প্রশংসিত হয়েছে।  আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তে ইমরানকে নোবেল পুরস্কার দেয়ার দাবি জানাচ্ছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

ইতিমধ্যে, টুইটারে ইমরানকে নোবেল দেয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন তারা। পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে ‘নোবেল প্রাইজ ফর ইমরান খান’ হ্যাশট্যাগ। কিন্তু যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই, তিনিই জানালেন নোবেল পুরস্কারের যোগ্য আমি নই।

সোমবার সকালে এক টুইটবার্তায় ইমরান খান জানান , তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নন। কাশ্মীরবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে সংকট নিরসন এবং উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যিনি, তারই এই পুরস্কার পাওয়া উচিত।

ইমরান খানের এ কথাটি উর্দু ও ইংরেজিতে তার অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করার পর পরই তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ হিন্দি ভাষায় নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে অনেকেই  বিভিন্ন ভাষায় টুইট করছেন। 

 আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার মোহাম্মদ বিন যায়েদও পাক-ভারত উত্তেজনা নিরসনে উর্দু ও হিন্দিতে টুইট করেছেন।

তেমনি পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান শাহবাজ শরিফ রোববার তুর্কি ভাষায় টুইট করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে পাকিস্তানের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

সূত্র: জি নিউজ উর্দু

পাকিস্তান ইমরান খান ইমরান খানের হিন্দি টুইট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম