Logo
Logo
×

সারাদেশ

লাকসামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০১৮, ০৯:৫০ এএম

লাকসামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত রীনা বেগম (২২) ফুলগাঁও গ্রামের আবু তাহেরের মেয়ে।

নিহত রীনার বড় ভাই মিজানুর রহমান জানান, দুই বছর আগে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার হাজীপুরা গ্রামের রেজাউল করিমের সঙ্গে রীনার বিয়ে হয়েছিল। বিয়ের এক বছর পর তাদের বিচ্ছেদ হয়। সেই সময় থেকেই তিনি বাবার বাড়িতেই বসবাস করছেন। 

বুধবার বিকালে পরিবারের লোকজন একটি বিয়ের অনুষ্ঠান থেকে এসে ঘরের দরজা খুলতে রীনা বেগমকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

লাকসাম থানার এসআই মোবারক হোসেন জানান, লাশ উদ্ধারের সময় ঘরে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে অজ্ঞাত এক ছেলেকে ভালোবাসার কথা উল্লেখ করে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে চিরকুটটি লিখে যান। রীনা কাকে ভালোবাসে এমন কোনো নাম-ঠিকানা চিরকুটে উল্লেখ করেননি। পরিবারের কেউই এ বিষয়টি জানেন না। তদন্তসাপেক্ষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলেও জানান এসআই।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম